ওমা এটা কী! এয়ারপোর্ট নাকি স্টেশন! এত্ত ঝাঁ চকচকে! রেলের প্ল্যানিং দেখলে চোখ কপালে উঠবে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বাংলার অন্যতম একটি রেলস্টেশন হচ্ছে আসানসোল। ভারতীয় রেলের (Indian Railways) এই স্টেশন প্রতিদিন প্রায় ৬০ হাজার যাত্রীকে পরিষেবা দিয়ে থাকে। রাত হোক বা দিন, এখানে চলাচল করে অজস্র যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন। ৭টি প্ল্যাটফর্ম সহ ফার্স্ট ক্লাস ও সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, ভিআইপি এক্সিকিউটিভ লাউঞ্জ, পেইড এক্সিকিউটিভ লাউঞ্জ প্রতীক্ষালয় আছে এই স্টেশনে।

ভারতীয় রেলের (Indian Railways) বিখ্যাত আসানসোল স্টেশন

তবে এই বিশাল স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা রেলের (Indian Railways) কাছে একটা বড় চ্যালেঞ্জ। স্টেশনকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে রেলওয়ে (Indian Railways)। স্টেশন পরিচ্ছন্ন রাখার জন্য পূর্ব রেলওয়ে ব্যবহার করছে যন্ত্রভিত্তিক পরিষ্কার করার পদ্ধতি। স্ক্রাবার মেশিনের সাহায্যে প্ল্যাটফর্মগুলি আরো ভালোভাবে পরিষ্কার করা সম্ভব হচ্ছে।

আরোও পড়ুন : ‘বিবেক শুধু জাগে বাংলায়…’ RG Kar নিয়ে গান বাঁধতেই বিপত্তি! কুণালের নিশানায় অরিজিৎ

উচ্চ চাপের জেট ব্যবহার করে গভীর ভাবে পরিস্কার করা হচ্ছে স্টেশনের মেঝে। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করা হচ্ছে দেওয়াল এবং বুকিং কাউন্টারের গ্লাস। শুকনো এবং ভেজা আবর্জনা ফেলার জন্য স্টেশন জুড়ে রাখা রয়েছে ৪৫টি বর্জ্য ফেলার পাত্র। সেই পাত্রগুলি থেকে নিয়মিত সরিয়ে ফেলা হচ্ছে বর্জ্য। প্রতিদিন ১১০ টি মেল /এক্সপ্রেস ট্রেন এবং ৬৪ টি লোকাল ট্রেন (আপ ও ডাউন) চলাচল করে ভারতীয় রেলের (Indian Railways) আসানসোল (Asansol) স্টেশন দিয়ে। 

Indian Railways informs about Asansol station present condition

তাই যাত্রীদের স্বাস্থ্যের দিকে নজর দিতে পরিচ্ছন্নতার উপর জোর দিতে চাইছে রেলওয়ে (Indian Railways)। যাত্রীদের আরো উন্নত মানের পরিষেবা দেওয়ার লক্ষ্যে পূর্ব রেল আসানসোল (Asansol) ডিভিশনে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়াই লক্ষ্য পূর্ব রেলের (Eastern Railway)।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X