বাংলার তিনটি রাজধানী এক্সপ্রেসে এল বড় বদল! এবার আরো সহজেই মিলবে ট্রেনের টিকিট

বাংলাহান্ট ডেস্ক : যত সময় যাচ্ছে ততই ভারতীয় রেল নিজেদের আরো উন্নত করার চেষ্টা চালাচ্ছে। দেশের প্রতিটি প্রান্তে আজ পৌঁছে গেছে ভারতীয় রেলের নেটওয়ার্ক। ভারতীয় রেল দেশের পরিবহণ মানচিত্রের এক অপরিহার্য অঙ্গ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভরসা করেন রেলের উপর। যত সময় যাচ্ছে ততই রেলের চাহিদা বাড়ছে।

স্থানীয়ভাবে যাতায়াতের জন্য লোকাল ট্রেন, দূরবর্তী স্থানে যাতায়াতের জন্য রেলের পক্ষ থেকে চালানো হয় একাধিক দূরপাল্লার ট্রেন। তবুও অনেক সময় টিকিট কনফার্মেশন হওয়ার ক্ষেত্রে তৈরি হচ্ছে জটিলতা। দূরপাল্লার ট্রেনের টিকিট অনেক আগে থেকে বুক না করে রাখলে মিলছে না আসন। এই আবহে ভারতীয় রেল বড় পরিবর্তন আনল বাংলার তিনটি রাজধানী এক্সপ্রেসের ক্ষেত্রে।

আরোও পড়ুন : হাতে রাখুন মাত্র ৫ হাজার! ঢুঁ মারুন এইসব পাহাড়ি গ্রামে, উত্তরবঙ্গ সফর হবে এক্কেবারে ‘ফার্স্ট ক্লাস’

১২৩০১/১২৩০২ হাওড়া-নিউ দিল্লি-হাওড়া (ভায়া গয়া), ১২৩০৫/১২৩০৬ হাওড়া-নিউ দিল্লি-হাওড়া (ভায়া পাটনা) এবং ১২৩১৩/১২৩১৪ শিয়ালদা-নিউ দিল্লি-শিয়ালদা, এই তিনটি রাজধানী এক্সপ্রেসের ক্ষেত্রে এসেছে বদল। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে এই তিনটি রাজধানী এক্সপ্রেসে যুক্ত করা হয়েছে স্থায়ী অতিরিক্ত কোচ। এর ফলে আগের থেকে আরও বেশি সংখ্যক যাত্রী পাবেন রাজধানী এক্সপ্রেসের টিকিট।

rajdhani

১২৩০১/১২৩০২ হাওড়া-নিউ দিল্লি-হাওড়া (ভায়া গয়া) রাজধানী এক্সপ্রেসে যুক্ত করা হয়েছে একটি বাড়তি AC 3 টায়ার কোচ। একটি AC 3 টায়ার কোচ লাগানো হয়েছে ১২৩০৫/১২৩০৬ হাওড়া-নিউ দিল্লি-হাওড়া (ভায়া পাটনা) রাজধানী এক্সপ্রেসে। একটি বাড়তি AC 2 টায়ার কোচ যুক্ত করা হয়েছে ১২৩১৩/১২৩১৪ শিয়ালদা-নিউ দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর