সুখবর! এবার কনফার্মড ‘তৎকাল’ টিকিট বাতিল করলেও মিলবে অর্ধেক টাকা, নয়া নিয়ম রেলের

বাংলাহান্ট ডেস্ক : তৎকাল পরিষেবার ক্ষেত্রে এবার পরিবর্তন নিয়ে আসতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। ‘কনফার্মড’ তৎকাল টিকিট ক্যান্সেল করলে এতকাল পর্যন্ত কোন টাকা ফেরত পাওয়া যেত না। তাই যাত্রীরা বেশ আর্থিক ক্ষতির মুখে পড়তেন। এবার তার সুরাহা পড়তে চলেছে রেল। তৎকালের ‘কনফার্মড’ টিকিট যদি বাতিল করা হয়, তাহলে ৫০ শতাংশ টাকা ফেরত দেওয়া হবে।

এই সুবিধা চালু হবে আগামী ২ জুলাই থেকে। ইতিপূর্বে তৎকাল টিকিট কাটার সুযোগ মিলতো ২৪ ঘন্টা আগে। এবার সেই নিয়মেও পরিবর্তন তৎকাল স্পেশাল টিকিট চালু করছে রেল। এক্ষেত্রে ১০ থেকে ৬০ দিন আগে কাটা যাবে টিকিট। শুধু তাই নয়, কাগজের টিকিটের দিন বোধ হয় শেষ হতে চলেছে। পেপার প্লেস টিকিট পাওয়া যাবে রাজধানী, শতাব্দী এক্সপ্রেসের মতো ‘কুলিন’ ট্রেনগুলিতে।

আরোও পড়ুন : ওটা কি ইয়েতি? হিমাচলে পাহাড়ের উপর রহস্যময় পায়ের ছাপ আবিষ্কার পর্বতারোহীদের

কয়েক মাস আগে এই ট্রেনে কোচ বাড়ানো হয়েছে। প্রয়োজন পড়লে আরো কত বাড়ানো হবে দুটি ট্রেনে।রেলের পরিকল্পনা অনুসারে, যদি রাজধানী, দুরন্ত ও বিভিন্ন মেল এক্সপ্রেসে টিকিটের চাহিদা দেখা যায় তাহলে একই লাইনে বিকল্প ট্রেন চালানো পরিকল্পনা রয়েছে। তাই টিকিট না পেয়ে সফর করার ঝামেলা থাকবে না যাত্রীদের। শুধু তাই নয়, ভারতীয় রেলের পক্ষ থেকে যে প্রিমিয়াম কোয়ালিটির ট্রেন চালানো হচ্ছে সেই সব ট্রেনের ভাড়া অনেকটা বেশি। 

From cancelled tickets Railways earned 1,230 crores in just 3 years.

তাই এই ট্রেন বন্ধ করে দেবে রেল। রেলের টিকিটের ভাষা সংক্রান্ত বিষয়ে বড় পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। এতদিন ধরে রেলের টিকিট মূলত ইংরেজি এবং হিন্দি ভাষার হতো। তাই বহু মানুষ টিকিট কাটার পর টিকিটের কি লেখা থাকে সেই বিষয়ে বুঝতে পারতেন না। সেই অসুবিধা দূর করার জন্য বিভিন্ন ভাষায় টিকিট পাওয়া যাবে এবার। নতুন ওয়েব সাইটে এমন সুযোগ মিলবে বলে খবর।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর