বাংলাহান্ট ডেস্ক : দমদম (Dumdum) স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মের কাজের জন্য শিয়ালদা ডিভিশন চক্ররেলের একাধিক ট্রেন পরিষেবা প্রায় ২০ দিন বন্ধ ছিল। তবে এবার পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা জানাল রেল কর্তৃপক্ষ (Indian Railways)। দমদম স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্র্যাকের নিচের মেঝে দুর্বল হয়ে পড়েছিল।
তাই রেল সিদ্ধান্ত নিয়েছিল সেটি ভেঙে নতুন করে তৈরি করা হবে। জানা গেছে কংক্রিটের স্লিপারের এই অংশে নেই ট্র্যাক। তার জায়গায় ঢালাই মেঝের সাথে ট্র্যাক বসানো হয়েছে বোল্টের মাধ্যমে। পাথরকুচিবিহীন ওই ট্র্যাকের কংক্রিট দুর্বল হয়ে আসায় খুলে বেরিয়ে আসছিল বোল্ট। এই কারণে গত বছর ঘটে যায় একটি ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা।
আরোও পড়ুন : সুখবর! NJP থেকে স্পেশাল টুরিস্ট ট্রেনের সফর শুরু রেলের, রইল রুট-স্টপেজ-ভাড়া সহ বিস্তারিত তথ্য
তাই রেলের পক্ষ থেকে পুরনো কংক্রিট ভেঙে ট্র্যাক খুলে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত হয়। গত মাসের ১৮ তারিখ থেকে শুরু হয় কাজ। তীব্র গরমের মধ্যেও একটানা কুড়ি দিনের মধ্যে এই কাজ রেল শেষ করেছে। রেল ওই অংশে বসাবে নতুন সাইনেজ, আলো এবং আধুনিক সিগন্যাল। তবে জানানো হয়েছে এই কাজের জন্য ট্রেন পরিষেবা বন্ধ করা হবে না।
দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে শিয়ালদহ ডিভিশনের উত্তর এবং দক্ষিণ শাখার মধ্যে সংযোগের জন্য। এছাড়াও এই প্ল্যাটফর্ম দিয়ে যাতায়াত করে চক্ররেলের একাধিক ট্রেন। শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দীপক নিগম জানিয়েছেন, এই কাজের ফলে আরও উন্নত হবে যাত্রী পরিষেবা। এই কাজের ফলে কুড়ি দিন ধরে বন্ধ ছিল ৩০টি শহরতলির লোকাল ট্রেন। তবে অবশেষে কাজ শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিক হয়েছে পরিষেবা।