বাংলাহান্ট ডেস্ক : যাত্রী স্বার্থে প্রতিনিয়ত বিভিন্ন ডিভিশনে লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করছে রেল। লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হলেও সেই মাত্রায় বৃদ্ধি পায়নি লোকো পাইলটের সংখ্যা। এর ফলে বর্তমানে যারা ট্রেন চালক রয়েছেন, তাদের উপর পড়ছে অতিরিক্ত চাপ। অনেক সময় এক জন লোকো পাইলটকে ৯ ঘন্টার বদলে ১৪ ঘণ্টা পর্যন্ত ডিউটি করতে হচ্ছে।
অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা এর প্রতিবাদে এবার বসলেন অবস্থান বিক্ষোভে। মালদা ডিভিশনের শতাধিক ট্রেন চালক বৃহস্পতিবার অংশ নিয়েছিলেন বিক্ষোভ কর্মসূচিতে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, শূন্যপদ থাকা সত্বেও করা হচ্ছে না নিয়োগ। লোকো পাইলটদের এরফলে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে।
আরোও পড়ুন : ইরান-পাকিস্তান সংঘর্ষের প্রভাব পড়বে ভারতের ওপর? কি জানাল বিদেশ মন্ত্রক? সামনে এল বড় তথ্য
ট্রেন চালকরা তার জন্য শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। মালদা ডিভিশনের ডিআরএম-এর কাছে এই সমস্যার কথা তুলে ধরে ডেপুটিশন জমা দেয় লোকো পাইলটদের সংগঠন। ট্রেন চালকেরা হুঁশিয়ারি দিয়েছেন যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয় তাহলে তারা পূর্ব রেলের জেনারেল ম্যানেজার দফতরের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন। ট্রেন চালকদের অভিযোগ, অবস্থা আরো খারাপ মাল গাড়ির চালকদের।
কর্মীর অভাবে তাদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে। এর ফলে প্রশ্ন উঠতে পারে সুরক্ষা ব্যবস্থা নিয়েও। অন্যদিকে সম্প্রতি রেল শেওড়াফুলি-আরামবাগ শাখায় লোকাল ট্রেনের গতি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তারকেশ্বর লাইনে কিছুদিন আগে এই জন্য হয়েছে ট্রায়াল রান। শেওড়াফুলি-আরামবাগ শাখায় বর্তমানে সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ট্রেন চলাচল করে। রেল কর্তৃপক্ষ চাইছে এই গতি ঘন্টায় ১২০ কিলোমিটার করতে।