ভ্রমণপ্রেমীদের জন্য দুর্দান্ত খবর! উত্তরবঙ্গের জন্য ‌শুরু হচ্ছে নয়া পরিষেবা, দুর্দান্ত চমক রেলের

বাংলাহান্ট ডেস্ক : এই গরমে যারা উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য বড় সুখবর। ভারতীয় রেল (Indian Railways) নিজেদের প্রতিনিয়ত আরো উন্নত করার চেষ্টা চালাচ্ছে। এবার রেলের পক্ষ থেকে উত্তরবঙ্গের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হল। এই প্রতিবেদনটি পড়লে আপনার মুখের হাসি চওড়া হবে।

এই তীব্র গরমে অনেকেই চাইছেন কিছুদিনের জন্য উত্তরবঙ্গের মনোরম আবহাওয়ায় সময় কাটিয়ে আসতে। আপনারাও যদি এই গরমে উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে রেলের এই বিশেষ উপহার আপনাদের আরো উত্তেজিত করে তুলবে। রেলের পক্ষ থেকে জানা গেছে রাধিকাপুর-বারসই রুটে আগামী মঙ্গলবার থেকে চলতে শুরু করবে ইলেকট্রিক ট্রেন।

রেলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি রায়গঞ্জবাসী। এছাড়াও যারা উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি বেশ আনন্দের খবর। কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দুকুমার চৌধুরী জানিয়েছেন, “রাধিকারপুর-বারসই রুটে ইলেক্ট্রিক ট্রেনটি চলা শুরু করবে আগামী ৩০শে মে থেকে। আপাতত চলবে দুটি ট্রেন।”

এরই সাথে জানা যাচ্ছে, আধুনিক সুযোগ-সুবিধা খুব শীঘ্রই পেতে চলেছে রায়গঞ্জ রেলওয়ে স্টেশন এবং কালিয়াগঞ্জ স্টেশনও। ইতিমধ্যেই যাত্রী সেড বাড়ানোর কাজ শেষ হয়েছে রায়গঞ্জের ২ নম্বর প্ল্যাটফর্মে। পাশাপাশি এক নম্বর প্ল্যাটফর্ম বৃদ্ধির কাজও শেষ হয়েছে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি ট্রেন দুটি কোন কোন স্টেশনে থামবে।

electric trainপ্রসঙ্গত, রাধিকাপুর-বারসই লাইন ব্রডগেজে পরিণত হয় ২০০৬ সালে। এই লাইনের উপর দিয়ে ভারত থেকে নেপাল পন্যবাহী ট্রেনের যাতায়াত শুরু হয় ২০১৭ সালে। খবর ছিল খুব শীঘ্রই এই লাইন দিয়ে চলাচল শুরু করবে ইলেকট্রিক ট্রেন। ইলেকট্রিক ট্রেন চালু হলে একদিকে যেমন বাঁচবে জ্বালানির খরচ, অন্যদিকে, সাশ্রয় হবে সময়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর