চলবে না হাওড়ার একগুচ্ছ লোকাল! ২ তারিখে হবে চরম ভোগান্তি, আগেভাগেই লিস্ট দেখুন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের যোগাযোগ ব্যবস্থা অন্যতম সেরা মাধ্যম রেল। ব্রিটিশ আমলে রেল ব্যবস্থার গোড়াপত্তন হলেও, ধীরে ধীরে ভারতীয় রেল (Indian Railways) পৌঁছে গেছে দেশের প্রতিটি প্রান্তে। স্থানীয়ভাবে যাতায়াত হোক কিংবা দূরে, ভারতীয় রেল হয়ে উঠেছে আমজনতার লাইফ লাইন। তবে সাম্প্রতিক অতীতে একাধিকবার বিভিন্ন কাজের জন্য বাতিল করা হচ্ছে বিভিন্ন রুটের ট্রেন।

এবার তেমনই একটি খবর উঠে আসছে পূর্ব রেলের পক্ষ থেকে। সপ্তম অর্থাৎ শেষ দফা লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলছে আজ। নির্বাচনের পরের দিন অর্থাৎ আগামীকাল একাধিক লোকাল ট্রেন বাতিল করা হল হাওড়া থেকে। নতুন প্ল্যাটফর্ম তৈরির কাজ রয়েছে জৌগ্রাম  স্টেশনে। এই কাজের জন্য বাতিল থাকবে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের একাধিক ট্রেন। রবিবার মোট ৯ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে।

আরোও পড়ুন : চলতি ট্রেনে পরিবর্তন করতে চান সিট? এই অ্যাপ ব্যবহার করলেই মিলবে সাহায্য! জানালো রেল

মোট ১৮ টি ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে আপ ও ডাউন মিলিয়ে। রবিবার হাওড়া থেকে বাতিল করা হয়েছে ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৩১, ৩৬৮৩৫, ৩৬০৮৭, ৩৬০৮৭, ৩৬০৩৩ ও ৩৬০৩৭ ট্রেনগুলি। বর্ধমান থেকে বাতিল থাকবে ৩৬৮২৮, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬৮৪০ ও ৩৬৮৫০ ট্রেনগুলি। অন্যদিকে, মশাগ্রাম থেকে বাতিল থাকবে ৩৬০৮৬ ও ৩৬০৮৮ এবং চন্দনপুর থেকে ৩৬০৩৪ ও ৩৬০৩৮ ট্রেনগুলি।

howrah station

 

রবিবার সাপ্তাহিক ছুটির দিন। অফিস বা স্কুল-কলেজ সাধারণত বন্ধ থাকে এদিন। তবে রবিবার বহু মানুষের বিভিন্ন রকমের কাজকর্ম থাকে। তাই রবিবার যদি লোকাল ট্রেন বন্ধ হয় সমস্যায় পড়েন অনেকেই। যাত্রীদের অতিরিক্ত ভিড় হয় অন্যান্য ট্রেনগুলিতে। তারফলে সমস্যায় পড়তে হয় সাধারণ যাত্রীদেরই। আপনার যদি আগামীকাল বর্ধমান কর্ড লাইনের ট্রেনে কোথাও যাওয়ার থাকে, তাহলে আগে থেকে পরিকল্পনা করে নিন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X