অপ্রতিরোধ্য হবে বন্দে ভারতের গতি! হাওড়া-NJP রুটে এবার নয়া বন্দোবস্ত, আপডেট দিল রেল

বাংলাহান্ট ডেস্ক : আর বন্দে ভারত এক্সপ্রেসের সংঘর্ষ হবে না অন্য কারোর সাথে। ভারতীয় রেল এবার এমন উদ্যোগ নিয়েছে যা শুনলে আপনি হতভম্ব হয়ে যাবেন। গরুর সাথে আর ধাক্কা লাগবেনা ভারতের গর্ব বন্দে ভারতের। বন্দে ভারত এক্সপ্রেসের সাথে গরুর ধাক্কা বন্ধ করতে এবার এমনই অভাবনীয় উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল।

এবার আপনার মনে নিশ্চই কৌতূহল হচ্ছে যে রেলের এই উদ্যোগটা ঠিক কী? সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বেশ উঁচু বেড়া তৈরি করা হয়েছে লাইনের আশেপাশে। হাওড়া-বর্ধমানের কর্ড লাইনে এই বেড়া লাগানো হয়েছে বলে জানা গেছে। দ্রুততার সাথে চলছে ব্যারিকেডের কাজ।

আরোও পড়ুন : ভাঙবে পাঠান, জওয়ানের রেকর্ড! অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’, দিন ঘোষণা আল্লু অর্জুনের

রেলের এই অভাবনীয় উদ্যোগকে প্রশংসা করেছেন অনেক মানুষ। অনেকের আশা রেলের এই উদ্যোগের ফলে বন্দে ভারতের সাথে গরু ও অন্যান্য পশু-প্রাণীর ধাক্কা লাগার ঘটনা অনেকটাই কমে যাবে। সাম্প্রতিক অতীতে বেশ কিছু অপ্রিতিকর ঘটনা ঘটেছে বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। ট্রেনের ধাক্কায় অনেক সময় প্রাণ হারিয়েছে নিরীহ গবাদি পশু।

Fifth Vande Bharat is about to come to the state

বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেন তৈরির খরচ অনেক। তাই সংঘর্ষের ঘটনা ঘটলে বিপুল পরিমাণ লোকসান হয় রেলের। এছাড়াও অনেক সময় আহত বা নিহত হয় বিভিন্ন পশু-পাখি। তাই এই ধরনের ঘটনা রোধ করার জন্য অভাবনীয় উদ্যোগ নিল ভারতীয় রেল। রেলের এই উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরাও।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর