কী কী খাবার থাকছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের মেনুতে? প্রকাশ্যে এলো সেই তালিকা

বাংলাহান্ট ডেস্ক : হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) হাত ধরে লক্ষী লাভ হয়েছে রেলের। রেলের মাত্র তিন মাসে ২৫ কোটি টাকারও বেশি লাভ হয়েছে বাংলার প্রথম বন্দে এক্সপ্রেসের মাধ্যমে। এই রুটের যাত্রীদের মধ্যে উন্মাদনাও রীতিমত চোখে পড়ার মতো। রেল সূত্রের খবর বিগত কয়েক মাস ধরে হাউজফুল যাচ্ছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।

এবার ভারতীয় রেলের (Indian Railways) উদ্যোগে বাংলায় শুরু হতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস এর যাত্রা। আগামীকাল থেকে শুরু হবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করতে পারেন এই রুটের। নতুন এই বন্দে ভারতের উদ্বোধন হবে উড়িষ্যার পুরী অথবা ভুবনেশ্বর স্টেশন থেকে।

যাত্রা শুরুর আগে থেকেই নতুন বন্দে ভারত নিয়ে যাত্রীদের মধ্যে কৌতুহল তুঙ্গে। কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন, কত টাকা ভাড়া এই বন্দে ভারতের, এমনই হাজার প্রশ্ন ঘুরছে সবার মনে। এছাড়াও অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে হাওড়া-পুরী বন্দে ভারতের মেনুতে কী কী পদ থাকতে চলেছে?

এই ট্রেনের যাত্রীদের নীরের একটি এক লিটার ও একটি ৫০০ মিলিলিটারের জলের বোতল দেওয়া হবে। ২০০ ML এর একটি টেট্রা প্যাক জুস দেওয়া হবে যাত্রীদের। ৬০ গ্রাম ওজনের বাটার ভেজ স্যান্ডউইচ থাকবে স্নাকসে। একটি সিঙ্গারা, একটি নিমকির প্যাকেট, টম্যাটো কেচআপ দেওয়া হবে এরসাথে। চাহিদা মতো চা দেওয়া হবে এক্সিকিউটিভ ক্লাসের যাত্রীদের।

Vande Bharat

১০০ গ্রাম বাসমতী চালের ভাত, দু’পিস মেথি পরোটা, ডাল, পঞ্চাশ গ্রাম ওজনের মটর পনির মশলা, মরশুমি সবজি, দই ও মিষ্টি থাকবে দুপুরের মেনুতে। রাতের মেনুতে কোনও পরিবর্তন করা হবে কিনা সেই বিষয়ে এখনো কোনো তথ্য দেওয়া হয়নি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর