৭০ মিনিট আগেই হাওড়া থেকে ছেড়ে দেবে বন্দে ভারত! কখন কোন স্টেশনে থামবে? জানুন সময়সূচী

   

বাংলাহান্ট ডেস্ক : বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) যাত্রীদের জন্য বড় খবর। হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস এবার থেকে ছাড়বে ৭০ মিনিট আগে। বর্তমানে হাওড়া স্টেশন থেকে এই ট্রেন ছাড়ে দুপুর ৩ টো ৪৫ মিনিটে। তবে নতুন সূচী অনুযায়ী, হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে দুপুর ২ টো ৩৫ মিনিটে।

ভারতীয় রেল (Indian Railways) জানাচ্ছে, এই বন্দে ভারত এক্সপ্রেস রাঁচিও পৌঁছাবে ৭০ মিনিট আগে। ট্রেনটি রাত ১০ টা ৫০ মিনিটের পরিবর্তে রাত ১০ টায় ঢুকে যাবে রাঁচিতে। নতুন সময়সূচী অনুযায়ী, এই বন্দে ভারত এক্সপ্রেস খড়গপুর স্টেশন পৌঁছাবে বিকাল ৪:০৮ মিনিটে। এখানে দুই মিনিট স্টপেজ দেওয়া হবে। এরপর এই ট্রেন টাটানগর পৌছাবে বিকেল ৫ টা ৪৫ মিনিটে।

আরোও পড়ুন : শত্রুতা তো অনেক হল! এবার মলদ্বীপের পাশেই দাঁড়াল ভারত, নয়া উদ্যোগে উপকৃত হবে দুই দেশই

টাটানগরে পাঁচ মিনিট স্টপেজ থাকবে এই ট্রেনের। সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছাবে চান্ডিল স্টেশন। এই স্টেশনে দেওয়া হবে এক মিনিটের স্টপেজ। এরপর এই ট্রেন পুরুলিয়া পৌঁছাবে সন্ধ্যা ৭ টা ২৩ মিনিটে। এখানে ২ মিনিট স্টপেজ দিয়ে ট্রেনটি রাত ৮ টা ৪ মিনিটে কোটশিলায়  ঢুকবে। রাত ৮ টা ২৫ মিনিটে বন্দে ভারত পৌঁছাবে মুরিতে।

vande bharat

এখানে দুই মিনিট স্টপেজ দেওয়ার পর রাত ১০টায় বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছাবে রাঁচি। দক্ষিণ-পূর্ব রেল জানাচ্ছে, হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস নতুন সময়সূচী মেনে যাতায়াত করবে আগামী ১০ই জুন থেকে। আপাতত পুরনো সময়সূচী মেনেই এই ট্রেন যাতায়াত করবে। তবে ১০ ই জুন থেকে এই বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে দুপুর ২ টো ৩৫ মিনিটে। সেটি রাঁচি গিয়ে পোঁছাবে রাত ১০টায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর