এবার আরো সহজে হাওড়া থেকে পৌঁছে যান রামপুরহাট! কমল ট্রেনের ভাড়া, বেজায় খুশি যাত্রীরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মস্থল শান্তিনিকেতন। শান্তিনিকেতনের আনাচে-কানাচে জড়িয়ে রয়েছে রবি ঠাকুরের স্মৃতি। আমরা তাই অনেকেই ঘুরতে যেতে পছন্দ করি রবি ঠাকুরের স্মৃতি ধন্য এই জায়গায়। অনেকেই লাল মাটির দেশ শান্তিনিকেতন খুবই পছন্দ করেন। আপনিও যদি শান্তিনিকেতন ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এই প্রতিবেদন মন দিয়ে পড়ুন।

একটি নতুন ট্রেন ফের পরিষেবা শুরু করল। হাওড়া-বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার (Viswabharati Fast Passenger) নতুন করে পরিষেবা আরম্ভ করল। পাশাপাশি এই ট্রেনের ভাড়াও কমেছে অনেকটা। কোভিডের সময়ে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায় পূর্ব রেলপথের (Eastern Railway Zone) হাওড়া-বর্ধমান-রামপুরহাট লুপ লাইনে। যদিও লকডাউনের পর পরিষেবা স্বাভাবিক হয়।

আরোও পড়ুন : ফের শিরোনামে ভুবন বাদ্যকর! মিলবে এত কোটি টাকা, বড় ঘটনা ঘটল বাদাম কাকুর জীবনে

বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার নাম হঠাৎ করে বদলে করা হয় হাওড়া রামপুরহাট বিশ্বভারতী স্পেশাল। এর সাথে স্পেশাল শব্দটি যোগ হয় বর্ধমান তিনপাহাড় প্যাসেঞ্জারের ক্ষেত্রেও। এক লাফে ভাড়া বেড়ে যায় তিনগুণ। হাওড়া জয়নগর প্যাসেঞ্জারকে এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত করা হয়। তবে এবার চিন্তার দিন শেষ। পুরনো ট্রেন চালু হওয়ার পাশাপাশি কমেছে ভাড়াও।

img 20240223 185843

গুসকরা স্টেশন থেকে বর্ধমান স্টেশনের ভাড়া যেখানে ১০ টাকা ছিল, সেখানে যাত্রীদের ৩০ টাকা ভাড়া গুনতে হত বিশ্বভারতী স্পেশাল, তিনপাহাড় স্পেশাল ও জয়নগর এক্সপ্রেসের ক্ষেত্রে। তবে গত ২২ শে ফেব্রুয়ারি থেকে ভাড়া কমানো হয়েছে ট্রেনগুলোর। রামপুরহাট থেকে হাওড়া বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারে ভাড়া ৪৫ টাকা, বর্ধমান রামপুরহাট পর্যন্ত ২৫ টাকা ভাড়া হয়েছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X