এক্কেবারে পাল্টে গেল হাওড়ার লোকাল ট্রেন! মিলবে এই সব সুবিধা, ভোলবদল দেখলে চমকে উঠবেন

বাংলাহান্ট ডেস্ক: প্রতিনিয়ত ভারতীয় রেল চাইছে নিজেদের পরিষেবাকে আরো উন্নত করতে। যাত্রী পরিষেবার মান আগের থেকে এখন আরো অনেক ভালো। রেল কর্তৃপক্ষ সর্বদা চেষ্টা করছে ট্রেনের বিভিন্ন বৈশিষ্ট্য আরো আধুনিক করার। এবার বাংলার লোকাল ট্রেন যাত্রীদের জন্য উঠে আসছে বড় সুখবর।

পূর্ব রেল এমন একটি উদ্যোগ নিয়েছে যা শুনলে লোকাল ট্রেনের নিত্য যাত্রীরা আনন্দে লাফিয়ে উঠবেন। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী লোকাল ট্রেনের মাধ্যমে যাতায়াত করেন। কেউ যান স্কুল কলেজ, আবার কারোর গন্তব্য অফিস। তবে নিত্যযাত্রীরা লোকাল ট্রেনে রোজ যাতায়াত করতে করতে অনেক সময় বোরিং অনুভব করেন।

আরোও পড়ুন : লাইন নয়, ব্রিজের উপর দিয়ে হুহু করে ছুটছে রেল ইঞ্জিন! মালদায় অবাক কাণ্ড, ভাইরাল ভিডিও

তবে লোকাল ট্রেনের যাত্রীদের যাত্রা আরো আনন্দময় করে তুলতে এবার নতুন উদ্যোগ নিল পূর্ব রেল। কিছুদিন আগেই জানা যায় শিয়ালদায় চলতে শুরু করছে লোকাল এসি ট্রেন। তবে তার আগেই প্রজাতন্ত্র দিবসে রেলের পক্ষ থেকে সবাইকে চমকে দিয়ে নিয়ে আসা হল নতুন ট্রেন। যারা হাওড়া ডিভিশনে রোজ যাতায়াত করেন তাদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরোও পড়ুন : আধার কার্ড আপডেট নিয়ে নতুন তথ্য দিল UIDAI! বিস্তারিত না জানলেই পড়তে চলেছেন বড় বিপদে

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে অত্যাধুনিক একটি লোকাল ট্রেনের উদ্বোধন করেন শুক্রবার। ১২ কোচের এই লোকাল ট্রেনে যাত্রী সুবিধা আরো বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে। ইস্পাতের তৈরি এই লোকাল ট্রেনের প্রত্যেকটি কামরায় রয়েছে সিসিটিভি ও প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম।

এছাড়াও প্যানিক বাটন থাকছে মহিলা কামরায়। কামরার মধ্যে যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে মহিলা যাত্রী এই প্যানিক বাটনের সাহায্যে সরাসরি জানাতে পারবেন চালককে। এই ট্রেনের কয়েকটি কামরা আবার সাজানো হয়েছে স্বাধীনতা সংগ্রামীদের ছবি দিয়ে। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে ভগৎ সিং, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবি ফুটে উঠেছে লোকাল ট্রেনের কামরায়।

ac local

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, ‘যাত্রী স্বাচ্ছন্দ বাড়ানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সকলের কাছে একটাই আর্জি যেন ট্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। কারণ এটা জাতীয় সম্পদ। ধীরে ধীরে অন্যান্য লোকাল ট্রেনের কামরাগুলিরও পরিবর্তন করা হবে।‘


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর