এক্কেবারে ডিরেক্ট ট্রেন! কলকাতা থেকে স্যাট করে চলে যান দীঘায়, রেলের উদ্যোগে উচ্ছ্বসিত আমজনতা

বাংলাহান্ট ডেস্ক : ভ্রমণ পিপাসু বাঙালি হাতে কয়েক দিনের ছুটি পেলেই ঘুরতে বেরিয়ে পড়ে পাহাড় থেকে সমুদ্র কিংবা জঙ্গলে। বাঙালির ভ্রমণের তালিকায় অবশ্যই শীর্ষে থাকে সমুদ্র শহর দীঘার (Digha) নাম। সমুদ্র নগরী দীঘাতে গোটা বছর লেগে থাকে পর্যটকদের ভিড়। গ্রীষ্ম হোক কিংবা শীত, শরৎ হোক কিংবা বর্ষা, সারা বছর দীঘায় পর্যটকদের আনাগোনা থাকে চোখে পড়ার মতো।

কলকাতা থেকে দীঘা (Digha) স্পেশাল ট্রেন

রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে পরিবহণ সংযোগ বর্তমানে বেশ উন্নত হয়েছে দীঘার। হাওড়া থেকে একাধিক ট্রেন ছাড়ে দীঘার (Digha) উদ্দেশ্যে। তবে এবার পর্যটকদের জন্য ভারতীয় রেল নতুন ব্যবস্থা নিয়ে এসেছে। এবার কলকাতা (Kolkata) থেকে সরাসরি ট্রেনে করে পৌঁছে যাওয়া যাবে দীঘা।

আরোও পড়ুন : চমকের পর চমক! বাজেটে এবার সোনায় সোহাগা হবে মহিলাদেরই, বিস্তারিত জানলে আনন্দে লাফাবেন

ভারতীয় রেল (Indian Railways) বিশেষ ট্রেন পরিষেবা শুরু করেছে কলকাতা ও দীঘার মধ্যে। এতদিন পর্যন্ত হাওড়া থেকে দীঘা যাওয়ার ট্রেন থাকলেও, কলকাতা থেকে এই প্রথম ট্রেন যাচ্ছে দীঘায়। পূর্ব রেল সূত্রে খবর, এই বিশেষ ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়ছে প্রতি শনি ও রবিবার।

আরোও পড়ুন : দুর্দান্ত খবর! এবার ‘এই’ রুটেই মিলবে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত, স্পিড শুনলে ‘থ’ হয়ে যাবেন

ট্রেন নম্বর ০৩১৬১ কলকাতা-দীঘা স্পেশাল এই ট্রেনে রয়েছে এসি, স্লিপার, জেনারেল ও সেকেন্ড সিটিং কোচ। প্রতি শনি ও রবিবার কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়ছে দুপুর দু’টার সময়। সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে এই ট্রেন পৌঁছাচ্ছে দীঘায়। যাত্রাপথে এই ট্রেন স্টপেজ দিচ্ছে আন্দুল, উলুবেড়িয়া, তমলুক ও কাঁথি স্টেশনে।

1642844110 digha

রেলের পক্ষ থেকে স্পেশাল এই ট্রেন (Special Train) চলাচল শুরু হয়েছে 7 জুলাই থেকে। জানা যাচ্ছে, আপাতত আগামী 28 জুলাই পর্যন্ত স্পেশাল এই ট্রেনটি চলাচল করবে কলকাতা ও দীঘার মধ্যে। রেল জানাচ্ছে, এই ট্রেনে সব ধরনের কোচ উপলব্ধ থাকায় উপকৃত হবেন সব শ্রেণীর পর্যটকেরা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর