বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশের অধিকাংশ মানুষ যাতায়াতের জন্য নির্ভরশীল রেলের (Indian Railways) উপর। রেলের মাধ্যমে অতি সহজে দ্রুত পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। সাধারণ মানুষ রেলের পক্ষ থেকে একাধিক সুবিধা পেয়ে থাকেন। তবে রেলের (Indian Railways) বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগও রয়েছে বিস্তর।
হাওড়া, শিয়ালদা লাইনে নয়া উদ্যোগ রেলের (Indian Railways)
এই অভিযোগগুলির মধ্যে অন্যতম রেল ক্রসিংয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করা নিয়ে। ট্রেন চলাচলের জন্য পাতা হয় রেললাইন। তবে অনেক সময় সেই লাইন যায় সড়কের উপর দিয়ে। সেই জায়গায় তৈরি করা হয় লেভেল ক্রসিং (Level Crossing)। এই লেভেল ক্রসিং দিয়ে যখন ট্রেন যায় তখন দুধারের যানবাহন, মানুষজন সবাইকেই অপেক্ষা করতে হয়।
আরোও পড়ুন : ‘আমি অভিনয় পারি না’! ভিলেন হিসেবে কাঁপিয়েছেন বড়পর্দা, এই অভিনেতার দাবিতে শোরগোল টলিপাড়ায়!
তবে রেলের পক্ষ থেকে এবার নেওয়া হল বড় উদ্যোগ।রেলের (Indian Railways) পক্ষ থেকে একাধিক জায়গায় তৈরি করা হয়েছে ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ, আন্ডারপাস। তবে নতুন করে ওভারব্রিজ বা ফুট ওভার ব্রিজ তৈরি করা একদিকে যেমন সময় সাপেক্ষ, অন্যদিকে খরচ সাপেক্ষও বটে। তাছাড়াও প্রয়োজন হয় অনেকটা জমির।
আরোও পড়ুন : হাইকোর্টে রাজ্যপাল ভার্সাস মমতা মামলার শুনানি শেষ, কি নির্দেশ দিলেন বিচারপতি রাও?
তাই পূর্ব রেল (Eastern Railway) সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিভিন্ন লেভেল ক্রসিংয়ে রোড আন্ডার ব্রিজ বা আন্ডার পাশ তৈরির। রাস্তার উপর পাতা রেললাইন দিয়ে ট্রেন যাতায়াতের সময় বাস, লড়ি, চার চাকা, বাইক যাতে মসৃণ ভাবে যেতে পারে তার জন্য তৈরি করা হবে রোড আন্ডার ব্রিজ। এই রোড আন্ডার ব্রিজ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বর্ধমানে। এছাড়াও এই কাজ দ্রুত শুরু হবে হাওড়া-শিয়ালদাতেও।
পূর্ব রেলের (Eastern Railway) মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র শনিবার জানিয়েছেন, রেলের জমিতে মাটির নিচ দিয়ে যাতায়াতের জন্য ব্যবস্থা করা হচ্ছে। এই বিকল্প ব্যবস্থার ফলে দুটি সুবিধা হবে। একদিকে সহজেই পারাপার করা যাবে রেললাইনের নিচ দিয়ে। অন্যদিকে দরকার হবে না ফুট ওভার ব্রিজের। তখন আরো সহজে মানুষ যাতায়াত করতে পারবেন।