সপ্তাহন্তে বাড়বে দুর্ভোগ! শিয়ালদা-কৃষ্ণনগর রুটে চলবে না বহু লোকাল, ভোগান্তি এড়াতে দেখুন লিস্ট

বাংলাহান্ট ডেস্ক : ভারতে রেলের গুরুত্ব অপরিসীম। ভারতীয় রেলের উপর নির্ভর করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। ভারতীয় রেল আজ পৌঁছে গেছে দেশের প্রতিটি প্রান্তে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যে কোনও গন্তব্যে দ্রুত পৌঁছে যাওয়ার সেরা মাধ্যম রেল ব্যবস্থা। রেলের পক্ষ থেকে ক্রমাগত চেষ্টা চালানো হচ্ছে পরিষেবা আরো উন্নত করার।

নিজেদের আরও উন্নত করে ভারতীয় রেল যাত্রীদের সব ধরনের সুবিধা প্রদানের অঙ্গীকার নিয়েছে। বিগত কয়েক বছরে বেশ কিছু পরিবর্তন এসেছে ভারতীয় রেলে। পুরনো স্টেশনগুলিকে নতুন করে সাজানো থেকে শুরু করে একাধিক এক্সপ্রেস ট্রেন নিয়ে আসা, ভারতীয় রেলের চেষ্টা নিঃসন্দেহে ঐকান্তিক। এই অবহে মাঝেমধ্যেই আমরা দেখতে পাই বেশ কিছু সেকশনে বাতিল করা হয় ট্রেন।

আরোও পড়ুন : এবার ব্যাঙ্কে টাকা জমা দেওয়া যাবে UPI ব্যবহার করে! নতুন ভাবনা চিন্তা RBI’র

যদি রেলের কোনও কাজ থাকে তাহলে নির্দিষ্ট সেকশনে কিছু ট্রেন বাতিল করা হয়। ট্রেন বাতিলের ফলে সমস্যায় পড়েন যাত্রীরা। এবার ফের একবার ট্রেন বাতিলের খবর সামনে আসছে।শিয়ালদহ-কৃষ্ণনগর সেকশনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৬ ও ৭ই এপ্রিল। পূর্ব রেলের পক্ষ থেকে রানাঘাট-শান্তিপুর লাইনে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন।

আরোও পড়ুন : এশিয়ার ১০০ জন সেরা বিজ্ঞানীদের তালিকায় রমরমা ভারতের! স্থান পেয়েছেন বাংলার ২ সায়েন্টিস্টও

ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ চলছে রানাঘাট ও কৃষ্ণনগর স্টেশনের মাঝে সেকশনে কালীনারায়ণপুর স্টেশনে। এই কাজের জন্য শনি ও রবিবার বন্ধ থাকবে কিছু ট্রেনের পরিষেবা। এই রুটের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ৬ এপ্রিল, শনিবার রাত ১১টা থেকে ৭ এপ্রিল, রবিবার সকাল ৬টা পর্যন্ত।

৬ই এপ্রিল বাতিল ট্রেন: শিয়ালদহ-শান্তিপুর (UP-31539/ DN-31540), রানাঘাট-শান্তিপুর (UP-31843/DN-31840) এবং শিয়ালদহ-লালগোলা (UP-03191/DN-03172)।

৭ই এপ্রিল বাতিল ট্রেন: শিয়ালদহ-কৃষ্ণনগর (UP-31811, 31815/DN-31812, 31816, 31820), রানাঘাট-শান্তিপুর (UP- 31785, 31781/DN-31788, 31782), শিয়ালদহ-শান্তিপুর (UP- 31511, 31513, 31515/DN-31514, 31516, 31518), রানাঘাট- লালগোলা (UP-31765, 03143/DN-31768, 03144), রানাঘাট- কৃষ্ণনগর (UP-31585, 31721, 31723/DN-31722) এবং কৃষ্ণনগর-শান্তিপুর (DN-31586)।

local train news 102189156

এছাড়াও সংক্ষিপ্ত করা হয়েছে কিছু ট্রেনের যাত্রা পথ। রানাঘাট থেকে শুরু হবে শিয়ালদহ-শান্তিপুর লোকাল (31541/31512)। লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেন (31541/31512) কালীনারায়ণপুর থেকে শুরু করবে যাত্রা। ১৮০ মিনিট দেরিতে চলবে শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার ট্রেন (03171)। রানাঘাট পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে কলকাতা-লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর