ওরেব্বাবা! এত্ত বড় নাম রেল স্টেশনের! এক নিঃশ্বাসে উচ্চারণ করাই তো চ্যালেঞ্জ! জানেন কোথায়?

বাংলাহান্ট ডেস্ক : ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের ব্যবসায়িক স্বার্থে ভারতে রেললাইন প্রতিস্থাপন করে। তারপর ধীরে ধীরে রেল (Indian Railways) ব্যবস্থা হয়ে ওঠে দেশের পরিবহণ ক্ষেত্রের এক অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতার পর ভারতের প্রতিটি প্রান্তে রেল পরিষেবা পৌঁছে দেওয়ার ব্রত নেওয়া হয়। বর্তমানে ভারতের কোণায় কোণায় পৌঁছে গেছে রেল নেটওয়ার্ক।

ভারতীয় রেলে (Indian Railways) দীর্ঘ নামের রেল স্টেশন (Railway Station)

ভারতীয় রেলের (Indian Railways) হাত ধরে পরিবহণ ব্যবস্থায় এসেছে জোয়ার। ভারতীয় রেলের সুদীর্ঘ ইতিহাসে এমন অনেক না জানা কথা আছে যা আমাদের অবাক করে দেয়। ভারতীয় রেলের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে রয়েছে ইতিহাস। সেই ইতিহাস সম্পর্কে জানলে আমাদের অবাক হতে হয়। আবার ভারতীয় রেলের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের অনেকেরই অজানা।

   

আরোও পড়ুন : আরেব্বাস! মাইনে ৫০ হাজার! জনপ্রিয় ‘এই’ সংস্থায় চলছে কর্মী নিয়োগ, মিস করলেই হাত কামড়াবেন

আমরা যখন ট্রেন করে সফর করি তখন অনেকেই স্টেশনের নাম পড়তে পড়তে যাই। অনেকেই আবার পর পর স্টেশনের নাম মুখস্থ বলতে পারেন। গোটা দেশজুড়ে কয়েক হাজার স্টেশন রয়েছে ভারতীয় রেলের (Indian Railways)। এমন অনেক স্টেশন রয়েছে যেগুলির নাম আমরা হয়ত প্রথমবারের জন্য শুনি।

আরোও পড়ুন : দুর্দান্ত খবর! কাজের সুযোগ দিচ্ছে SAI, দেখুন কোন পদে আবেদন করতে পারবেন

আজ তেমনই একটি স্টেশন সম্পর্কে আলোচনা করছি। আপনারা বলতে পারবেন ভারতীয় রেলের (Indian Railways) সব থেকে দীর্ঘ নামের স্টেশন কোনটি? কোন স্টেশনের (Railway Station) নাম উচ্চারণ করতে গেলে আপনাকে একবার হলেও থামতে হতে পারে! ভারতীয় রেলের সব থেকে দীর্ঘ নামের স্টেশন হল ভেঙ্কটনারসিমহারজুভারিপেটা (Venkatanarasimharajuvaripeta)।

img20190930175507168211 1

মোট ২৮টি অক্ষর রয়েছে এই স্টেশনের নামে। অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) চিত্তুর জেলার তামিলনাড়ু (Tamilnadu) রাজ্যের সীমান্তে অবস্থিত এই স্টেশনটি। ২৮ টি অক্ষর নিয়ে ভেঙ্কটনারসিমহারজুভারিপেটা হয়ে উঠেছে ভারতের সবথেকে দীর্ঘ নামের স্টেশন। আপনি যদি এখনো পর্যন্ত স্টেশনে না গিয়ে থাকেন তাহলে একবার হলেও ঘুরে আসুন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর