হাওড়া, শিয়ালদা নয়! এবার এই স্টেশন থেকেই পাবেন রাম রাজ্যে যাওয়ার ট্রেন, উচ্ছ্বসিত আমজনতা

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর গত ২২শে জানুয়ারি উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। মন্দির উদ্বোধনের পর লক্ষ লক্ষ পুণ্যার্থী গিয়ে ভিড় করছেন অযোধ্যায়। রাম মন্দিরের জন্য গোটা দেশ থেকে বিশেষ কিছু ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে রেল। রেলের পক্ষ থেকে একাধিক রুটে চালু করা হয়েছে স্পেশাল ট্রেন।

তবে এবার এমন একটি নতুন ট্রেনের সন্ধান পাওয়া গেল যেটিতে চেপে সহজেই বাংলা থেকে পৌঁছে যাওয়া যাবে অযোধ্যা। আপনারা জানলে অবাক হবেন এই ট্রেনটি হাওড়া কিংবা শিয়ালদা থেকে ছাড়বে না। নতুন এই ট্রেনটিতে চাপলে আপনারা সহজেই ‘রাম রাজত্বে’ পৌঁছে যেতে পারেন। মালদা টাউন স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়বে।

আরোও পড়ুন : শীত অতীত! দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টির দাপট কমবে কবে? দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর

গত সোমবার এই ট্রেনের উদ্বোধন হয়েছে। মালদা টাউন থেকে এই ট্রেনে চেপে একেবারে পৌঁছে যাওয়া যাবে পাঞ্জাব। এই ট্রেনে চেপে বসলেই পুণ্যার্থীরা অযোধ্যায় যেতে পারবেন খুব সহজেই। ১৩৪৮৩ ফারাক্কা এক্সপ্রেসের সূচনা হল গত সোমবার। এই ট্রেনের উদ্বোধনে উপস্থিত ছিলেন মালদহের ডিআরএম বিকাশ চৌবে এবং উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু।

আরোও পড়ুন : আর থাকবে না কোন কষ্ট! রিঙ্কু সিং এবার বাবাকে দেবেন এই উপহারটি, জানলে শ্রদ্ধা করবেন আপনিও

সাধারণ স্লিপার ক্লাসের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর এসি কামরা থাকবে এই ট্রেনে। ট্রেনে অত্যাধুনিক প্যান্টি কারের সুবিধা রাখা হয়েছে যাত্রীদের জন্য। সপ্তাহে চার দিন এই ট্রেন মালদা টাউন স্টেশন থেকে ভাটিণ্ডা জংশনের উদ্দেশ্যে যাবে। মালদা টাউন স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়বে সোমবার, মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার।

indian railways history e1663841029626

সন্ধ্যা ৭:৩৫ মিনিটে এই ট্রেন ছাড়বে মালদা টাউন স্টেশন থেকে এবং এটি অযোধ্যা গিয়ে পৌঁছাবে পরদিন বিকাল ৩:০৬ মিনিটে। ১৩৪৮৪ ট্রেনে করে আবার ফিরে আসতে পারবেন মালদা টাউনে। এই ট্রেন চলবে সোমবার, বুধবার, শুক্রবার এবং শনিবার। অযোধ্যা থেকে এই ট্রেন সকাল ১০:২৩ মিনিটে ছাড়বে এবং মালদা টাউন এসে পৌঁছাবে সকাল ৬:৫০ মিনিটে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর