পাল্টাচ্ছে এই রাজ্যের তিন রেল স্টেশনের নাম, এবার মিলবে নয়া পরিচিতি

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই দেশের নাম ইন্ডিয়া থেকে বদলে ভারত হবে কিনা সেই নিয়ে বিচার-বিশ্লেষণ শুরু হয় গোটা দেশে। এমন অবস্থায় ফের তিনটি স্টেশনের নাম পরিবর্তন হতে চলেছে উত্তরপ্রদেশে। এর আগে উত্তর প্রদেশ সরকার একাধিক জায়গার নামে পরিবর্তন এনেছে। তবে এবার সেখানে তিনটি স্টেশনের নাম পরিবর্তন করা হচ্ছে।

আপনারাও যদি উত্তর প্রদেশ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে আগে থেকে এই স্টেশনগুলি সম্পর্কে অবগত থাকুন। কারণ খুব শীঘ্রই এই স্টেশনগুলির নাম পরিবর্তিত হবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বদল করা হবে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার তিনটি রেল স্টেশনের নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত এপ্রিল মাসেই স্টেশনগুলির নাম পরিবর্তন করার নির্দেশ দেন।

আরোও পড়ুন : ঐন্দ্রিলাকে বাঁচিয়ে রাখতে নয়া উদ্যোগ নিলেন মা শিখা শর্মা! কুর্ণিশ দেশবাসীর

কিন্তু স্টেশনের নামের উপযুক্ত কোডের অভাবে সেই কাজ থমকে ছিল। বর্তমানে সেই সমস্যার সমাধান করে নাম পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করেছে উত্তর প্রদেশ রেলওয়ে। সূত্রের খবর এই তিনটি স্টেশনের নাম নবরাত্রির আগেই পরিবর্তিত হতে পারে। প্রতাপগড়ের যে তিনটি স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে সেগুলোর নতুন নামকরণ করা হয়েছে সেখানে অবস্থিত স্থানীয় ধর্মীয় স্থানগুলির উপর ভিত্তি করে।

আরোও পড়ুন : কালো মেঘে ঢাকবে আকাশ! একটু পরেই ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু এই সব জেলায়

প্রতাপগড় স্টেশনের নতুন নাম বেলা দেবী ধাম প্রতাপগড় জংশন। অন্তু জংশনের নতুন নাম দেওয়া হয়েছে মা চন্দ্রিকা দেবী ধাম জংশন। বিশ্বনাথগঞ্জ স্টেশনের নাম পরিবর্তিত হয়ে হয়েছে শনিদেব ধাম বিশ্বনাথগঞ্জ। স্টেশনের নাম পরিবর্তনের ফলে এই তিনটি ধর্মীয় স্থান আরো বেশি পরিচিতি লাভ করবে বলে মনে করা হচ্ছে। গত এপ্রিল মাসে নাম পরিবর্তন করার বিজ্ঞপ্তি জারি করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক।

img 20231009 114951

কিন্তু স্টেশন কোডের অভাবে আটকে ছিল সেই কাজ। বড় নামের কারণে নির্ধারণ করা যাচ্ছিল না স্টেশন কোড। এমন অবস্থায় কোড পরিবর্তনের জন্য চিঠি দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রকে। নর্দার্ন রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, মা বেলা দেবী প্রতাপগড় জংশনের কোড এমবিডিপি, মা চন্দ্রিকা দেবী ধাম অন্তুর কোড এমসিডিএ এবং শনিদেব ধাম বিশ্বনাথগঞ্জের কোড এসবিটিজে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর