চুরি হয়ে গেল প্যানেল রুমের সবকিছু! এই রুটের ট্রেন চলাচলে বিঘ্ন, বিপত্তির মুখে রেল কর্তৃপক্ষ

বাংলাহান্ট ডেস্ক : বালাসোর ট্রেন দুর্ঘটনার পর ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় প্যানেল রুমের নিরাপত্তা বাড়ানোর। স্টেশন মাস্টার ও সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা ছাড়া যাতে প্যানেল রুম কেউ খুলতে না পারেন সেই ব্যবস্থা গ্রহণ করা হয় রেলের পক্ষ থেকে। তবে রেলের এই পরিকল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেল প্যানেল রুমের সর্বস্ব।

বুধবার রাতে এই চুরির ঘটনা ঘটেছে ভারতীয় রেলের শিয়ালদা দক্ষিণ শাখার লক্ষীকান্তপুর রেলগেটের পাশের প্যানেল রুমে। এর জেরে এদিন ভোর রাত থেকে বিঘ্ন দেখা দেয় ট্রেন চলাচলে। সিগনাল বিভ্রান্তি দেখা দেওয়ার ফলে ট্রেন চালাতে হয় কাগজের নির্দেশে। রেল বোর্ডের পক্ষ থেকে এই ঘটনায় তৎপরতা শুরু হয়। পূর্ব রেলের আরপিএফ আইজি পরমশিবের নির্দেশ পাওয়ার পর এই ঘটনা তদন্ত শুরু করেছে বারুইপুর আরপিএফ।

   

আরোও পড়ুন : সিকিম ভ্রমণে নিষেধাজ্ঞা! পর্যটকদের জন্য জারি কড়া নির্দেশিকা, আর যেতে পারবেন না এখানে

তদন্ত শুরু করার ২৪ ঘন্টার মধ্যে আরপিএফ গ্রেফতার করে এক দুষ্কৃতিকে। মন্দির বাজার নিলমপুরের জাকির হোসেন হালদারকে জেরা করার পর সন্ধান পাওয়া যায় নাজিমুদ্দিন মোল্লার। তার কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি ট্রান্সফারমার, বড় আয়তনের ব্যাটারি, চার্জার-সহ প্রচুর তামার তার ও একধিক সরঞ্জাম। ইন্সপেক্টর বিনোদ কুমার জানিয়েছেন, মূল্যবান যে জিনিসগুলি উদ্ধার করা হয়েছে সেগুলি ইতিমধ্যেই ভেঙে পরিণত করা হয়েছিল স্ক্র্যাপে।

thief j

লাইনের পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে প্যানেল। ধৃতরা জেরায় স্বীকার করেছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুষ্কৃতীরা বুধবার রাতে জড়ো হয় প্যানেল রুমের কাছে। সেখানে আপ ও ডাউন নাইনের ট্রেন চলে যাওয়ার পর অপেক্ষা করতে থাকে গেটম্যানের। প্যানেল রুমে তালা দিয়ে গেটম্যান চলে গেলে দুষ্কৃতীরা লোহার রড দিয়ে প্যানেল রুমের দরজা ভাঙে। এরপর সর্বস্ব চুরি করে তারা চলে যায় নজিমুদ্দিনের গোডাউনে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর