দুর্দান্ত খবর! কমল বহু ট্রেনের সময়, বড়সড় বদল গুয়াহাটি-ডিব্রুগড়-শিলচরগামী ট্রেনের টাইমটেবিল

বাংলাহান্ট ডেস্ক : আমজনতার সুবিধার্থে ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে নয়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কমানো হয়েছে একাধিক ট্রেনের সময়। ইতিমধ্যেই, ১ অক্টোবর থেকে নতুন সর্বভারতীয় সময়সূচি প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, বহু স্পেশাল ট্রেনের সময়সূচি ও স্টপেজেও বড়সড় বদল ঘটেছে। এছাড়াও যাত্রার সময় কমানোর জন্য কিছু ট্রেনের গতিও বৃদ্ধি করা হয়েছে।

সূত্রের খবর, যাত্রার সময় প্রায় ০৫ মিনিট থেকে ১২০ মিনিট পর্যন্ত কমে গিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রুটের ৭২টি ট্রেনের ক্ষেত্রে। কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের সময়সূচি হ্রাস হয়েছে, যার মধ্যে রয়েছে ১৫৯৬০ (ডিব্রুগড়-হাওড়া) কামরূপ এক্সপ্রেস- ১০০ মিনিট। ০১৬৬৬ (আগরতলা-রানি কমলাপতি) উৎসব স্পেশ্যাল- ১২০ মিনিট।

   

আরোও পড়ুন : এক টিকিটেই ২.৫ কোটি! লটারিতেই হল লক্ষ্মীলাভ, কৃষক হয়ে গেলেন রাশি রাশি টাকার মালিক

এছাড়াও, সময় কমেছে ২০৫০৬ (নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস- ১০ মিনিট। ১৫০৭৭ (কামাখ্যা-গোমতিনগর) এক্সপ্রেস- ৯০ মিনিট। ১৫৯৬২ (ডিব্রুগড়-হাওড়া) কামরূপ এক্সপ্রেসের চলাচলের দিন আগে ছিল বৃহস্পতি ও রবিবার, এখন সেটাই শুক্র ও সোমবারে করা হয়েছে। ১৫৬১৫ (গুয়াহাটি-শিলচর) এক্সপ্রেসের গুয়াহাটি/শিলচরে আগমন/প্রস্থানের সময় পরিবর্তন করা হয়েছে।

আরোও পড়ুন : ইন্টারভিউ দিয়েই সরাসরি চাকরির সুযোগ! ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে রাজ্য সড়ক দপ্তরে

১৩১৪৫ (কলকাতা-রাধিকাপুর) এক্সপ্রেসের মালদহ টাউন স্টেশন থেকে রওনা দেওয়ার সময় ০২.৫০ ঘণ্টা এবং রাধিকাপুরে পৌঁছনোর সময় ০৬.১৫ ঘণ্টা। ১৩১৬১ (কলকাতা-বালুরঘাট) এক্সপ্রেসের মালদা টাউন স্টেশন থেকে রওনা দেওয়ার সময় ১৮.৫০ ঘণ্টা এবং বালুরঘাটে পৌঁছনোর সময় ২১.২৫ ঘণ্টা।

১৫৯৬১ (হাওড়া-ডিব্রুগড়) কামরূপ এক্সপ্রেসের মালদহ টাউন স্টেশন থেকে রওনা দেওয়ার সময় ০১.৩৫ ঘণ্টা এবং ডিব্রুগড়ে পৌঁছনোর সময় ২২.০০ ঘণ্টা এবং ১৫৯৫৯ (হাওড়া-ডিব্রুগড়) কামরূপ এক্সপ্রেসের মালদহ টাউন স্টেশন থেকে রওনা দেওয়ার সময় ০১.৩৫ ঘণ্টা এবং ডিব্রুগড়ে পৌঁছনোর সময় অপরিবর্তিত থাকবে।

indian railways train main 1500x785

 

১৫৬২১ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) এক্সপ্রেস ট্রেনটি কামাখ্যা থেকে রওনা দিবে ০৫.০০ ঘণ্টায় এবং ১৩০৬৪ (বালুরঘাট-হাওড়া) এক্সপ্রেস ট্রেনটি বালুরঘাট থেকে রওনা হবে ২০.৪৫ ঘণ্টায়। ১৫৯৬০/১৫৯৬২ (ডিব্রুগড়-হাওড়া) কামরূপ এক্সপ্রেস ও ২২৫০৪ (ডিব্রুগড়-কন্যাকুমারী) বিবেক এক্সপ্রেসের ডিব্রুগড় থেকে রওনা দেওয়ার সময় পরিবর্তন করা হয়েছে।

 

 

 

 

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর