ভয়াবহ বন্যা পরিস্থিতি বাংলায়, চলবে না হাওড়া-শালিমার থেকে একগুচ্ছ ট্রেন, দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েকদিনের তুমুল বৃষ্টিতে জলবন্দী গোটা বাংলা। গভীর নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অবস্থা শোচনীয়। জল বাড়তে শুরু করেছে একাধিক নদীতে। এর সাথে রয়েছে বিভিন্ন জলাধারগুলি থেকে জল ছাড়ার প্রক্রিয়া। সব মিলিয়ে প্রায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলার একাধিক জায়গায়।

বিগত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়েছে সাধারণ মানুষের জনজীবনে। বিভিন্ন জায়গায় বাতিল হয়েছে ট্রেন। মূলত ভারী বৃষ্টিপাতের জন্যই এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যে ক্ষতি হয়েছে সেগুলির পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য বেশ কিছু রুটে বন্ধ থাকবে ট্রেন চলাচল।

আরোও পড়ুন : লক্ষ্মীবারে সুখবর! একাধিক জেলায় দাম কমল জ্বালানির, কোথায় কত রেট পেট্রোল-ডিজেলের

গতকাল ও আজ মিলিয়ে ১৮ টি ট্রেন বাতিল করা হয়েছে রেলের পক্ষ থেকে। ট্রেন বাতিলের ফলে চরম সমস্যার মুখোমুখি যাত্রীরা। দুর্গাপুজোর আগে ট্রেন বাতিলের ফলে ভোগান্তির শিকার বহু যাত্রী। রেললাইনে ধস নামার কারণে গতকাল ট্রেন চলাচল ব্যাহত হয়েছে ওড়িশার বালাসোর এবং হালাদিপাড়া রেল স্টেশনের মধ্যে । এছাড়াও বাতিল হয়েছে বহু ট্রেন।

আরোও পড়ুন : পুজোয় উত্তরবঙ্গ যাওয়া নিয়ে আর নেই চিন্তা! স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলের, রইল সময়সূচী

এক নজরে যেখানে নেওয়া যাক গতকাল ও আজ কোন কোন ট্রেন গুলি বাতিল হয়েছে-

০৮০৩২/০৮০৩১ ভদ্রক-বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বাতিল হয়েছে ০৮০৬৪ ভদ্রক-খড়গপুর এমইএমইউ স্পেশাল। আজ বাতিল করা হয়েছে ০৮০৬৩ খড়গপুর-ভদ্রক স্পেশাল। গতকাল বাতিল করা হয়েছিল ১৮০৩৭ খড়গপুর-জাজপুর কেনঝাড় রোড এক্সপ্রেস। ১৮০৩৮ জাজপুর কেনঝাড় রোড-খড়গপুর এক্সপ্রেস আজ বাতিল থাকবে বলে ঘোষণা করা হয়েছে।

indian railways essay

১৮০৪৩ হাওড়া-ভদ্রক এক্সপ্রেস গতকাল বাতিল ছিল এবং আজও বাতিল হয়েছে ১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস। গতকাল রেল দুর্যোগের কারণে বাতিল করেছিল ১২২৭৭ হাওড়া-পুরি শতাব্দী এক্সপ্রেস। রেল জানিয়েছে আজও বাতিল থাকবে ১২২৭৮ পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস। একই সাথে রেলের পক্ষ থেকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে ১৮৪০৯ শালিমার-পুরি শ্রী জগন্নাথ এক্সপ্রেস।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর