ভোগান্তির দিন শেষ! যাত্রীদের জন্য বড় উপহার আনল রেল, এবার হাওড়া রুটে মিলবে একগাদা ট্রেন

বাংলাহান্ট ডেস্ক : ভারতের পরিবহণ ক্ষেত্রে রেলের গুরুত্ব অপরিসীম। তবে ইদানিংকালে একের পর এক ট্রেন দুর্ঘটনা, রুট পরিবর্তন ও ট্রেন বাতিল নিয়ে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। অনেকের কাছে ট্রেন সফর এখন আতঙ্কের আরেক নাম। তবে এই মুহূর্তে রেলের (Indian Railways) পক্ষ থেকে এমন খবর উঠে আসছে যা শুনলে অনেকের মন আনন্দে নেচে উঠবে।

নয়া উদ্যোগ ভারতীয় রেলের (Indian Railways)

উৎসবের মরশুমে যাত্রীদের জন্য রেলের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। শ্রাবণী মেলা উপলক্ষ্যে শ্রাবণ মাস জুড়ে তারকেশ্বরে ভিড় জমান লাখ লাখ পুণ্যার্থী। তাদের কথা চিন্তা করে বড় উদ্যোগ নিল রেল (Indian Railways)। তারকেশ্বরের (Tarakeswar) শ্রাবণী মেলা উপলক্ষ্যে দূর দূরান্ত থেকে এখানে মানুষ ছুটে আসেন শ্রাবণ মাস জুড়ে। লক্ষ লক্ষ পুণ্যার্থীর এখন গন্তব্য তারকেশ্বর।

আরোও পড়ুন : ভিনেশ ফোগাটের সম্পর্কিত আলোচনা প্রত্যাখ্যান! রাজ্যসভা থেকে ওয়াকআউট বিরোধীদের

শ্রাবণী মেলা উপলক্ষ্যে বিপুল পরিমাণ ভিড় হচ্ছে লোকাল ট্রেনগুলিতে। অনেকেই বলছেন ট্রেনগুলিতে তিল ধারণের জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এই আবহে পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে অতিরিক্ত ট্রেন (Train) চালানোর। জানা যাচ্ছে, পূর্ব রেল তারকেশ্বর লাইনে ৮ জোড়া অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে শ্রাবণী মেলা উপলক্ষ্যে তারকেশ্বর লাইনে ৮ জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে।

আরোও পড়ুন : প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

রেলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবে খুশি নিত্যযাত্রী থেকে পুণ্যার্থী সবাই। তারকেশ্বর লাইনে শ্রাবণী মেলা উপলক্ষ্যে বিপুল পরিমাণ ভিড় সামাল দেওয়ার জন্য পূর্ব রেল অতিরিক্ত ট্রেন চালানোর ঘোষণা করেছে। পূর্ব রেল জানিয়েছে, ৪ জোড়া অতিরিক্ত ট্রেন হাওড়া (Howrah) এবং তারকেশ্বরের মধ্যে ও ৪ জোড়া অতিরিক্ত ট্রেন শেওড়াফুলি–তারকেশ্বরের মধ্যে চালানো হবে। 

1659456777 tarakeswarjpg

এক নিত্য যাত্রীর কথায়,  ‘‌ভাল হয়েছে ট্রেন বাড়িয়ে। আর প্রযুক্তি নির্ভর টিকিট কাটার ব্যবস্থা হওয়ায় সুবিধা হয়েছে।’ পূর্ব রেল (Eastern Railway) জানাচ্ছে, শ্রাবণী মেলা উপলক্ষ্যে ৫৯.৩৫ শতাংশ যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে তারকেশ্বরে। টিকিট বিক্রি করে রেলের (Indian Railways) আয় বৃদ্ধি পেয়েছে ১০৭.৭৭ শতাংশ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর