বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) ভারতের যোগাযোগ ব্যবস্থার লাইফ লাইন। অফিস যাত্রা থেকে ঘুরতে যাওয়া, অধিকাংশ ক্ষেত্রেই ভারতীয়রা ভরসা রাখেন ভারতীয় রেলের উপর। যতদিন যাচ্ছে ততই গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে ভারতীয় রেলের। প্রতিটি নাগরিকই চান যে তাদের এলাকায় যাতে শুরু হয় রেল পরিষেবা।
অত্যন্ত সস্তায় যাতায়াত করার জন্য ভারতীয় রেলের জুরি মেলা ভার। গত কয়েক বছরে ভারতীয় রেল বিভিন্ন দিক থেকে নিজেদেরকে উন্নত করার চেষ্টা করছে। নিত্য নতুন রেল আনা থেকে শুরু করে লাইন বিস্তার, সব ক্ষেত্রেই ভারতীয় রেল পৌছে যাচ্ছে সাধারণ মানুষের হৃদয়ে। সেই রেলপথ এবার যুক্ত করবে বাঁকুড়া ও হাওড়াকে।
এবার পশ্চিমবঙ্গের বাঁকুড়াবাসীদের জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে একটি আনন্দের খবর শোনা যাচ্ছে। বাঁকুড়ার জন্য তৈরি করা হতে পারে একটি নতুন রেলপথ। জানা যাচ্ছে ৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নতুন এই রেলপথ তৈরি করার জন্য। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন খুব দ্রুত এই রেলপথ তৈরির কাজ শুরু হবে।
হাওড়া থেকে বাঁকুড়া পর্যন্ত নতুন রেলপথ তৈরির জন্য গত মঙ্গলবার ডাকা হয় টেন্ডার। রেলের এই টেন্ডার ডাকার পর বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেছেন, এখন শুধু সময়ের অপেক্ষা। এই রেলপথ শুরু হয়ে গেলে দূরত্ব কমে যাবে বাঁকুড়া ও কলকাতার। বর্তমানে বাঁকুড়া-কলকাতা যাতায়াতের জন্য খড়গপুর হয়ে ঘুর পথে যাতায়াত করতে হয়।
বাঁকুড়া (Bankura) থেকে মশাগ্রাম পর্যন্ত রেলপথ থাকলেও, হাওড়ার সাথে মশাগ্রামের সংযোগ নেই। এমন অবস্থায় খড়গপুর দিয়ে ঘুর পথে যাতায়াতের ফলে অনেক সময় নস্ট হয়। নতুন এই রেললাইন তৈরি হলে এবার সহজেই সরাসরি বাঁকুড়া থেকে হাওড়া (Howrah) ও হাওড়া থেকে বাঁকুড়া যাতায়াত করা যাবে।