বাংলাহান্ট ডেস্ক : সুখবর বাংলার মানুষদের জন্য। বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু হতে চলেছে নতুন দুটি রুটে। জানা যাচ্ছে আগামী সোমবারই উদ্বোধন হতে চলেছে হাওড়া-পটনা এবং হাওড়া-রাঁচি রুটের বন্দে ভারত এক্সপ্রেসের। এই রুটে পরিষেবা চালু করার জন্য সবুজ সংকেত মিলেছে রেলের শীর্ষ আধিকারিকদের তরফ থেকে।
জানা যাচ্ছে আগামী সোমবার হাওড়া বা পাটনা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করতে পারেন ট্রেনের। সেখান থেকেই তিনি হয়ত ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করবেন রাঁচি রুটের ট্রেনটিরও। রেল সূত্রে খবর, এই দুটি রুটে বন্দে ভারত চালানোর জন্য প্রস্তুতি সম্পন্ন। ৬ ঘন্টা ৩০ মিনিটের কাছাকাছি সময় লাগবে ৫৩৫ কিলোমিটার পথ অতিক্রম করার জন্য।
আরোও পড়ুন : পুজোয় নতুন মেট্রো রুটেই মিলবে স্বস্তি! এবার ঠাকুর দেখার ভিড় থেকে মুক্তি পাবেন আপনিও
আসানসোল, জসিডি, ঝাঝা, লক্ষ্মীসরাই, মোকামা এবং পাটনা সাহিব স্টেশনে স্টপেজ দিতে পারে এই ট্রেনটি।পাটনা-হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের গড় গতিবেগ ৮২ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। পাটনা-হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কারের ভাড়া ১৪৬০ টাকা হতে পারে বলে খবর। ২৬৫০ টাকা ভাড়া হতে পারে এক্সিকিউটিভ ক্লাসের।
আরোও পড়ুন : ভুলে যান লক্ষীর ভান্ডার! পশ্চিমবঙ্গ সরকারের এই নয়া প্রকল্পে প্রতিদিন মিলবে ৩০০টাকা
একটি রিপোর্ট অনুযায়ী, পাটনা স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে এই ট্রেনটি ছাড়তে পারে সকাল আটটা নাগাদ। দুপুর আড়াইটা নাগাদ সেটি পৌঁছাতে পারে হাওড়া। বিকাল ৩টে ৫৫ মিনিটে ট্রেনটি হাওড়া থেকে পাটনার উদ্দেশ্যে রওনা দেবে। রাত ১০টা ৩৫ মিনিটে এই ট্রেন পৌঁছাবে পাটনা। অন্যদিকে, হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস আসানসোলের উপর দিয়ে চলাচল করবে।
মোটামুটি ৬ ঘণ্টা ৩৫ মিনিট মতো সময় লাগবে পারে এই ট্রেনটির হাওড়া থেকে রাঁচি পৌঁছাতে। রাঁচি থেকে এই ট্রেন হাওড়ার উদ্দেশ্যে ছাড়বে ভোর ৫টা ২০ মিনিটে। সকাল ১১ টা ৫৫ মিনিটে সেটি এসে পৌঁছাবে হাওড়ায়। দুপুর ৩ টে ৩০ মিনিটে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস রওনা দেবে রাঁচির উদ্দেশ্যে। রাত ১০ টা ১০ মিনিটে সেটি রাঁচি গিয়ে পৌঁছাবে।