বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি নবান্নে অনুষ্ঠিত হওয়া একটি বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল সরকারি কর্মীদের উদ্দেশ্যে বলেন বিদ্যুতের অপব্যবহার নিয়ে। মুখ্যমন্ত্রীর পর বিদ্যুৎ অপচয় নিয়ে এবার আসরে নামল রেলওয়ে। রেল এবার যাত্রীদের কাছে বিদ্যুৎ সাশ্রয়ের অনুরোধ জানিয়েছে। রেলের তরফে যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে অন্তিম স্টেশনে পৌঁছে লাইট-পাখা বন্ধ করার।
রেল (Indian Railways) বলছে যাত্রীদের এই সর্তকতা থাকলে বিদ্যুৎ অপচয় বন্ধ হবে। প্রায়ই আমরা দেখতে পাই যে অনেক রেল কামরায় যাত্রী না থাকা সত্ত্বেও লাইট ও পাখা চলছে। লোকাল ট্রেন থেকে দূরপাল্লার ট্রেন, সব ধরনের ট্রেনেই এই চিত্র দেখা যায়। তাই বিদ্যুৎ অপচয় বন্ধ করতে রেলের পক্ষ থেকে বলা হয়েছে সকালবেলা সূর্যের আলো থাকলে লাইট না জ্বালাতে।
আরোও পড়ুন : গুজরাট-বিহারের পর মদ নিষিদ্ধ হবে উড়িষ্যায়! খোদ মন্ত্রীর মন্তব্যে বিরাট শোরগোল
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, “এই উদ্যোগের লক্ষ্য হল সামগ্রিক বৈদ্যতিক শক্তির অপব্যাবহার কমানো। পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এই প্রচেষ্টাগুলি জন্য যাত্রীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” রেলের পক্ষ থেকে যাত্রীদের কাছে আবেদন করে বলা হয়েছে দিনের বেলা যখন পর্যাপ্ত সূর্যের আলো থাকবে তখন ট্রেনের কামরার লাইট বন্ধ রাখতে।
আরোও পড়ুন : হকার উচ্ছেদের নামে জুলুম! হাই কোর্টে দায়ের মামলা, জাস্টিস সিনহা যা বললেন … তোলপাড়!
অনেক সময় দেখা যায় সিটে যাত্রী না থাকলেও পাখা চলতে থাকে কামরার মধ্যে। তাই যাত্রী না থাকলে পাখা বন্ধ করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও ট্রেনে ইলেকট্রিক ডিভাইস ব্যবহারের সময় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে। বলা হয়েছে, ডিভাইসের চার্জ সম্পূর্ণ হয়ে গেলে সেগুলোকে ডিসকানেক্ট করে দিতে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রর কথায়, “বৈদ্যতিক শক্তি সংরক্ষণের জন্য যাত্রীদের ছোট-ছোট সচেতন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে, একদিকে যেমন বৈদ্যতিক শক্তির খরচ কমানো যাবে তেমনি অপরদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে ৷” তবে রেলের এই নতুন ভাবনা কবে কার্যকরী হয় সেটাই এখন দেখার বিষয়।