বাংলাহান্ট ডেস্ক : ভারতের পরিবহণ ক্ষেত্রে রেলের অবদান অনস্বীকার্য। প্রতিদিন কোটি কোটি মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছান রেলের (Indian Railways) মাধ্যমে। কর্মক্ষেত্র থেকে শুরু করে ঘুরতে যাওয়া, অধিকাংশ ভারতীয়র প্রথম পছন্দ রেল। ভারতীয় রেল ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে যাত্রীদের সফর আরো আরামদায়ক করার লক্ষ্যে।
নয়া নিয়ম ভারতীয় রেলের (Indian Railways)
এছাড়াও রেলের বিভিন্ন নিয়ম ও আইন যাতে প্রত্যেক যাত্রী মেনে চলেন সেই দিকেও খেয়াল রাখছে রেলওয়ে (Indian Railways)। জানা যাচ্ছে, গত ১লা জুলাই থেকে ভারতীয় রেল বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে ওয়েটিং টিকিট নিয়ে। রেলের এই নিয়ম যদি কোনও যাত্রী লঙ্ঘন করেন তাহলে তাকে দিতে হবে পেনাল্টি।
আরোও পড়ুন : এ কী! পুরো কপি পেস্ট করল রাধিকা! ফুলের ওড়নার আসল উৎস কলকাতার শিল্পীর! কেসটা কী?
এমনকি ওই যাত্রীকে টিটি (Travelling Ticket Examiner) মাঝ রাস্তায় নামিয়েও দিতে পারে। সূত্রের খবর, রেল কর্তৃপক্ষ এই বিষয়ে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছে টিটি ও রেল কর্মীদের। ভারতীয় রেলের এই নিয়ম অনুযায়ী এখন থেকে আর যাত্রী ওয়েটিং টিকিট (Waiting Ticket) নিয়ে ট্রেন সফর করতে পারবেন না। রেল কর্তারা জানাচ্ছেন, ওয়েটিং টিকিট নিয়ে রেল যাত্রায় দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা রয়েছে।
আরোও পড়ুন : ভাগ্য পাল্টে দেবে TreasureNFT! ভিজবেন টাকার বৃষ্টিতে, এইভাবে হয়ে যাবেন লাখপতি
তবে বাস্তবে সেটি সঠিকভাবে কার্যকর করা যায়নি। দীর্ঘদিন ধরেই রেলের নিয়ম রয়েছে, কেউ যদি রেলের টিকিট কাউন্টার থেকে ওয়েটিং টিকিট পান তাহলে সেটি কাউন্টারে জমা দিয়ে টাকা ফেরত পেয়ে যাবেন। তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যাত্রীরা ওয়েটিং টিকিট নিয়ে ট্রেন সফর করছেন। আর এই সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভারতীয় রেলে (Indian Railways)।
যাত্রীদের এই বেনিয়ম আটকানোর জন্য এবার আরও কঠোর হল রেল (Indian Railways)। একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করার সময় যদি কোনও যাত্রী ধরা পড়েন তাহলে তাকে জরিমানা বাবদ দিতে হবে ৪৪০ টাকা। এমনকি টিটি যদি মনে করেন তাহলে ওই যাত্রীকে নামিয়ে দিতে পারেন মাঝ রাস্তায়।