কনফার্ম খবর! এবার হাওড়া, শিয়ালদায় মিলবে এই নতুন সুবিধা, রেলের উদ্যোগে কপাল খুলবে যাত্রীদের

   

বাংলাহান্ট ডেস্ক : প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন হাওড়া (Howrah) ও শিয়ালদা (Sealdah) স্টেশন দিয়ে। কলকাতার এই প্রধান দুটি স্টেশন থেকে প্রতিদিন লোকাল ও দূরপাল্লার একাধিক ট্রেন ছাড়ে। ভারতীয় রেলের (Indian Railways) তরফে এবার যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নতুন উদ্যোগ নেওয়া হল এই দুটি স্টেশনে। দৃষ্টিশক্তি কম থাকায় ঠিকমতো দেখতে পান না দিব্যাঙ্গ যাত্রীরা।

তাদের সুবিধার্থে এবার রেলের পক্ষ থেকে ব্রেইল নেভিগেশন চালু করা হল। এই সিস্টেম চালু হওয়ার ফলে এই সিস্টেম চালু হওয়ার ফলে দিব্যাঙ্গ যাত্রীরা অন্য কারোর সাহায্য ছাড়াই চলাফেরা করতে পারবেন। দৃষ্টিশক্তি যাদের কম, তারা ব্রেইল নেভিগেশনের মাধ্যমে জেনে যেতে পারবেন টিকিট কাউন্টার ও স্টেশনে সব ধরনের ব্যবস্থার ব্যাপারে।

আরোও পড়ুন : ভয়ঙ্কর সব স্ক্যাম! প্রতারণার নতুন ফাঁদ পেতেছে প্রতারকেরা! গ্রাহকদের সতর্ক করল SBI

পূর্ব রেলের পক্ষ থেকে যাত্রীদের আরো সুবিধা দেওয়ার জন্য একাধিক বন্দোবস্ত করা হচ্ছে। তারই অংশ হিসেবে এবার রেল বড় উদ্যোগ নিল দিব্যাঙ্গ যাত্রীদের জন্য। রেল সূত্রে খবর, শিয়ালদহ, কলকাতা এবং হাওড়া স্টেশনের প্রবেশপথে বসানো হয়েছে ব্রেইল নেভিগেশন মানচিত্র। এটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৪ ফুট X ২ ফুট। রেলের অন্যান্য পরিষেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্য থাকবে এই ম্যাপে।

6545c45eae21c 041109590 16x9 1

টিকিট কাউন্টার, কনকোর্স এলাকা, জলের ট্যাপ, টয়লেট, ওয়েটিং রুম, প্ল্যাটফর্মের দিক নির্দেশ দেওয়া থাকবে এই মানচিত্রে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সব ধরনের যাত্রীদের কাছে যাতে রেলস্টেশনের সুবিধা সহজলভ্য করা হয় সেটাই আমাদের প্রধান লক্ষ্য। তার অংশ হিসাবেই স্থাপিত করা হচ্ছে ব্রেইল নেভিগেশন মানচিত্র।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর