বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মুখে বড় সুখবর পর্যটকদের জন্য। ভারতীয় রেলের (Indian Railways) এই নয়া উদ্যোগে মুখে চড়া হাসি ফুটবে যাত্রীদের। প্রতিবছর দুর্গাপুজোর সময় পর্যটকদের ভিড় দেখা যায় দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গে। এই সময়টাতে বহু বাঙালি পর্যটক পাহাড়ের মনোরম আবহাওয়ায় পুজোর ছুটি চুটিয়ে উপভোগ করেন।
তবে উৎসবের মরশুমে ট্রেনের টিকিট পেতে অনেক সময় সমস্যার সম্মুখীন হন পর্যটকরা। যাত্রীদের এই অসুবিধার কথা মাথায় রেখে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে রেল। পুজোর সময় অতিরিক্ত যাত্রী চাপ সামলানোর জন্য হাওড়া থেকে বিশেষ ট্রেন চালানো হবে। এছাড়াও পুজোর সময় বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে শিয়ালদা ও নিউ জলপাইগুড়ির মধ্যে।
আরোও পড়ুন : লক্ষ্মীবারে সুখবর! একাধিক জেলায় দাম কমল জ্বালানির, কোথায় কত রেট পেট্রোল-ডিজেলের
একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ব রেল এই ঘোষণা করেছে। ২১ অক্টোবর শিয়ালদহ থেকে এনজেপির উদ্দেশ্যে স্পেশাল ট্রেন ছাড়বে ১১.৪০মিনিটে। অপরদিকে, এনজিপি থেকে শিয়ালদার উদ্দেশ্যে একটি স্পেশাল ট্রেন ছাড়বে ২২ অক্টোবর ১২.৪৫ মিনিটে। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে স্পেশাল ট্রেন ছাড়বে ৪ ঠা নভেম্বর, ১১ ই নভেম্বর, ১৮ ই নভেম্বর, ২৫ শে নভেম্বর।
অন্যদিকে, শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত একটি বিশেষ ট্রেন চলবে লক্ষীপুজোর দিন। পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, “ব্যাপক পরিমাণে টিকিটের চাহিদা বেড়েছে পুজোর সময়। এই সময়টাতে প্রচুর পর্যটকদের চাহিদা থাকে। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে। আগামী দিনে যদি আরও চাহিদা বাড়ে তাহলে ট্রেন ও কোচের সংখ্যা বৃদ্ধি করা হবে।”