অসংরক্ষিত, প্ল্যাটফর্ম টিকিট কাটা নিয়ে ভোগান্তির দিন শেষ! নয়া ব্যবস্থা চালু রেলের, উচ্ছ্বসিত যাত্রীরা

বাংলাহান্ট ডেস্ক : যারা নিয়মিত লোকাল ট্রেনে (Local Train) যাতায়াত করেন তাদের কাছে অত্যন্ত পরিচিত রেলের ‘আনরিজার্ভড টিকিট বুকিং সিস্টেম’ বা ইউটিএস অ্যাপ। এবার ভারতীয় রেল (Indian Railways) বড় বদল আনল এই অ্যাপে। এই অ্যাপ থেকে এবার সরিয়ে নেওয়া হল ‘জিও ফেন্সিং’ এর বিধি নিষেধ। অর্থাৎ এবার এই অ্যাপ ব্যবহার করে দেশের যেকোনো প্রান্ত থেকে কাটা যাবে অসংরক্ষিত ও প্ল্যাটফর্ম টিকিট।

যদি হঠাৎ আপনার ট্রেনে করে কোথাও যাওয়ার থাকে, তাহলে এই অ্যাপের মাধ্যমে সহজে টিকিট বুক করে নিতে পারবেন। রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সৌরভ কাটারিয়া একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অ্যাপে এই নিয়ম বদলের ফলে যাত্রীরা এবার যেকোনও জায়গা থেকেই কেটে নিতে পারবেন প্ল্যাটফর্ম ও অসংরক্ষিত টিকিট।

আরোও পড়ুন : অবশেষে কাজ শেষ দমদম ৫ নম্বর প্ল্যাটফর্মের! এবার কি তবে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা?

বাড়িতে বসেও কাটা যাবে এই টিকিট। এর আগে নিয়ম ছিল যদি ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে হয় তাহলে ব্যবহারকারীকে থাকতে হবে স্টেশনের ৫০ কিলোমিটারের মধ্যে। রেলের পক্ষ থেকে এবার উঠিয়ে নেওয়া হল সেই  ‘জিও ফেন্সিং’ বা ‘ভৌগলিক সীমাবদ্ধতা’। তাই এবার থেকে যাত্রীরা যেকোনও জায়গা থেকেই যেকোনও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ও অসংরক্ষিত টিকিট কাটতে পারবেন।

1715000420 train 2

 

বেশ কিছু বছর হল ভারতীয় রেল যাত্রীদের জন্য নিয়ে এসেছে অসংরক্ষিত ট্রেনের ও প্ল্যাটফর্মের টিকিট কাটার অ্যাপ ইউটিএস। এই অ্যাপের মাধ্যমে সহজে স্মার্টফোনের ইন্টারনেট কানেকশন ব্যবহার করে কেটে ফেলা যায় অসংরক্ষিত ট্রেনের টিকিট। মুক্তি পাওয়া যায় টিকিট কাউন্টারে লম্বা লাইনে দাঁড়ানোর হাত থেকে। দ্রুত লোকাল ট্রেন যাত্রীদের কাছে এই অ্যাপ জনপ্রিয় হয়ে উঠেছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর