অবশেষে মিলবে শান্তি! রাতের ট্রেনের টিকিট চেকিং নিয়ে এবার নেওয়া হল বড় সিদ্ধান্ত, আপডেট রেলের

   

বাংলাহান্ট ডেস্ক : ভারতের পরিবহণ ক্ষেত্রে ভারতীয় রেল (Indian Railways) ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ভারতীয় রেলের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে গোটা দেশজুড়ে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া হোক কিংবা স্থানীয়ভাবে যাতায়াত হোক, সর্বক্ষেত্রেই আমাদের প্রথম পছন্দ রেল। অত্যন্ত কম খরচে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য অধিকাংশ মানুষ বেছে নেন রেলকে।

তাই প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াতের জন্য বেছে নেন রেলপথ। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে একাধিক সিদ্ধান্ত নিয়ে থাকে। এবার টিকিট চেকিংয়ের (Ticket Checking) ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। রেলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই স্বস্তি মিলবে যাত্রীদের। রেলের পক্ষ থেকে টিকিট চেকিং পদ্ধতির ব্যাপারে নতুন নির্দেশিকা জারি করা হল।

আরোও পড়ুন : অবাক কান্ড! শেষ পর্যন্ত শিয়ালদা স্টেশনের এই জিনিস চুরি হল! হতবাক যাত্রী থেকে রেল-কর্তৃপক্ষ সবাই 

দূরপাল্লার ট্রেনের টিকিট যাচাই করে থাকেন TTE। TTE ট্রেনের টিকিট পরীক্ষা করার জন্য যাতিদের থেকে টিকিট ও পরিচয় পত্র চেয়ে থাকেন। তবে এবার পরিবর্তন আনা হল এই চেকিংয়ের ক্ষেত্রে। রেল জানিয়েছে, এবার থেকে রাত দশটার পরে টিকিট চেক করতে পারবেন না TTE। টিকিট চেক করা যাবে ভোর ৬টার পর থেকে।

tte vs tc 74 (1)

রাত দশটার পর যে দূরপাল্লার ট্রেনগুলি যাত্রা শুরু করে সেগুলির যাত্রীদের টিকিট চেক করা যাবে পরের দিন ভোর ছটার পর। রাত দশটা থেকে ভোর ছটা পর্যন্ত যাত্রীদের ঘুমে যাতে অসুবিধা না হয় তাই রেল এমন সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের কাছে বৈধ টিকিট না থাকলে তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় অথবা মোটা টাকা জরিমানা করা হয়। তবে নতুন এই নিয়মে স্বাভাবিকভাবেই রাত্রিবেলা যাত্রীরা বিরক্ত হবেন না।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর