বড়সড় বদল রেলের নিয়মে! এই কাজ না করলে আর পাবেন না টিকিট, নয়া নির্দেশিকা জারি IRCTC

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) ব্যবস্থা আমাদের দেশের গণপরিবহনের মেরুদন্ড। প্রতিদিন কোটি কোটি মানুষ রেলের মাধ্যমে যাতায়াত করে থাকেন। লোকাল ট্রেন হোক কিংবা দূরপাল্লার ট্রেন, অতি সস্তায় দ্রুত গন্তব্যে পৌঁছানোর সেরা ঠিকানা রেল ব্যবস্থা। যদি আপনিও প্রতিনিয়ত ট্রেনে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। আজকের প্রতিবেদনে আমরা রেলের একটি নতুন নিয়ম সম্পর্কে আলোচনা করতে চলেছি।

বর্তমান যুগে সবকিছুই হয় অনলাইন মাধ্যমে। অধিকাংশ মানুষ ট্রেনের টিকিটও অনলাইনে বুক করে থাকেন। ট্রেনের টিকিট বুক করার ক্ষেত্রে প্রধানত আমরা ভিজিট করে থাকি আইআরসিটিসির অ্যাপ বা ওয়েবসাইটে। অধিকাংশ মানুষ দূরপাল্লার ট্রেনের টিকিটের জন্য আইআরসিটিসির (Indian Railways Catering and Tourism Services) শরণাপন্ন হন। তবে এবার টিকিট বুকিং এর ক্ষেত্রে বড় পরিবর্তন আনল আইআরসিটিসি। এই পরিবর্তন সম্পর্কে যদি আপনি আগে থেকে না জানেন তাহলে টিকিট বুক করার সময় পড়বেন বড় বিপদে।

আরোও পড়ুন : লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের ‘এই’ আসন থেকে লড়তে পারেন অমিত শাহ! সামনে এল বড় খবর

নতুন নিয়ম অনুযায়ী, আইআরসিটিসি থেকে টিকিট বুক করার সময় আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। আপনি যদি অ্যাকাউন্ট ভেরিফাই না করে থাকেন তাহলে পড়তে চলেছেন বড় সমস্যায়। টিকিট বুক করার আগে অবশ্যই যাচাই করিয়ে নিতে হবে ব্যবহারকারীর মোবাইল নম্বর ও ইমেইল আইডি। মোবাইল নম্বর ও ইমেইল আইডি যাচাই না করালে আপনি আইআরসিটিসির মাধ্যমে টিকিট বুক করতে পারবেন না। মূলত যারা দীর্ঘদিন অনলাইনে টিকিট বুক করেননি তাদের জন্যই এই নিয়ম আনা হয়েছে।

Now the indian railways has started a new rule

অ্যাকাউন্ট ভেরিফাই করার পদ্ধতি:

অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে IRCTC অ্যাপ বা ওয়েবসাইটে। তারপর সেখানে ভেরিফিকেশন উইন্ডোতে ক্লিক করতে হবে। এরপর সেখানে বসাতে হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি। এই তথ্য দেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে Verify/Verification অপশনে। এরপর মোবাইল নম্বর ও ইমেইল আইডিতে আসা ওটিপি দিতে হবে। তারপর আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর