সুখবর! নতুন ট্রেনপ্রাপ্তি আসানসোলের, এক্সপ্রেস ছুটবে এই রুটে, আরোও বাড়বে যাত্রীদের স্বাচ্ছন্দ্য

বাংলাহান্ট ডেস্ক : ভারতের রেল প্রকল্পে শামিল হল একাধিক নতুন ট্রেন। মঙ্গলবার সারা দেশে ১০টি বন্দে ভারত এক্সপ্রেস-সহ আরও ৮টি নতুন ট্রেন চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবুজ পতাকা দেখিয়ে ০৩৫০৩ আসানসোল – হাতিয়া এক্সপ্রেস ট্রেনের শুভারম্ভ করেন।

একইসাথে উদ্বোধন করা হয় মোহনপুর গুডস শেড , থাপারনগর, গতিশক্তি কার্গো টার্মিনাল ও ‘একটি স্টেশন, এক পণ্য’ বা ওএসওপির ১৬টি স্টলের। এই উপলক্ষে এদিন আসানসোল ডিভিশনের আসানসোল, দেওঘর, দুমকা, দুবরাজপুর, দুর্গাপুর, মোহনপুর স্টেশন ও মাইথন পাওয়ার লিমিটেড সাইডিংয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।

আরোও পড়ুন: এবার ১৪৭৪ কিমি পেরোবেন মাত্র ৬ ঘন্টাতেই! অবাক লাগছে? হাওড়া টু দিল্লি নয়া পরিকল্পনা রেলের

আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পাল হাজির হয়েছিলেন ট্রেনটি যাত্রা শুরু করার সময়। প্রসঙ্গত আসানসোল হাতিয়া রুটে এই ট্রেনটির চাহিদা ছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে যাত্রীদের সেই দাবি পূরণ হল। যদিও এই ট্রেনটির নির্ধারিত স্টপেজ এবং নির্ধারিত সময়সূচি সম্পর্কে রেলের তরফ থেকে এখনও বিস্তারিত জানানো হয়নি। তবে সূত্রের খবর, সপ্তাহে ৫ দিন চলতে পারে এই ট্রেন।

indiantraincrbelurashokflickr 1200x900

মঙ্গলবার সকালে নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে এই সুখবর জানিয়ে পোস্টও করেন প্রধানমন্ত্রী। রেল উদ্বোধনের আগে তিনি পোস্টে লেখেন, ‘‘আর কিছু ক্ষণের মধ্যে সকাল সোয়া ৯টায় আমি কয়েকটি রেল প্রকল্প এবং পেট্রোকেমিক্যাল প্রকল্পের শিলান্যাস করব। বন্দে ভারত থেকে শুরু করে মালবাহী ট্রেনও নতুন যাত্রা শুরু করবে।’’

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর