সুখবর দিয়ে দিল রেল! এবার তিন ঘণ্টায় দিঘা থেকে যাওয়া যাবে পুরী, শীঘ্রই শুরু হবে ট্রেন পরিষেবা

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির কাছে প্রিয় ঘুরতে যাওয়ার জায়গাগুলোর মধ্যে রয়েছে দীঘা ও পুরী। সমুদ্র দর্শনের ইচ্ছা হলেই বাঙালি ঘুরতে বেরিয়ে পড়ে এই দুটির মধ্যে যে কোনও একটিতে। তবে এই দুই সমুদ্র শহরের মধ্যে দূরত্ব বেশ অনেকটা। অন্যদিকে দীঘা  থেকে পুরী বা পুরী থেকে দীঘা যাওয়া-আসার জন্য নেই সরাসরি ট্রেন বা বাস।

অনেকেরই তাই ইচ্ছা ছিল দীঘা ও পুরী যদি ট্রেন লাইনের মাধ্যমে যুক্ত হয়ে যায় তাহলে বেশ ভালো হবে। এবার সেই চাহিদা মিটতে চলেছে। এবার মাত্র একটি ট্রেনেই যাতায়াত সম্ভব হবে দীঘা ও পুরীর মধ্যে। ট্রেনে এই দুই সৈকত শহরের মধ্যে যাতায়াত করতে সময় লাগবে মাত্র তিন ঘন্টা। ফলে সমুদ্রপ্রেমীদের জন্য যাতায়াতের সুবিধা বাড়বে।

   

আরোও পড়ুন : ‘এর জন্য আমার কোনও সমবেদনা নেই, আগামী ১০ বছর…’, শাহজাহানকে নিয়ে বিরাট মন্তব্য প্রধান বিচারপতির

তৃণমূল সাংসদ শিশির অধিকারী সম্প্রতি জানিয়েছেন, দ্রুত কাজ চলছে দীঘা থেকে জলেশ্বর (Jaleswar) রেললাইনে। ২০১১-১২ সালে এই লাইন সম্প্রসারণের অনুমোদন দেওয়া হয়। এই রেলপথ তৈরি হয়ে গেলে একদিকে যেমন সুবিধা হবে যাত্রীদের, অন্যদিকে ব্যাপকভাবে উপকৃত হবেন ব্যবসায়ীরাও। দীঘা ও উড়িষ্যার জলেশ্বরকে রেলপথে সংযুক্তকরণের জন্য প্রয়োজন ছিল ৫০৭ একর জমি।

Indian Railways took important steps

এরমধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ১৩৭ একর জমি ও উড়িষ্যায় ৩৭০ একর জমি। এই কাজের জন্য রেলের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছিল ১৫৮৪ কোটি টাকা। তবে পশ্চিমবঙ্গে জমি জটের কারণে আটকে ছিল প্রকল্পের কাজ। রেলমন্ত্রী অশ্বিনী কুমার বৈষ্ণব এর আগে অবশ্য বলেছিলেন দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করা হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর