বাংলাহান্ট ডেস্ক : ফের একবার ট্রেন দুর্ঘটনা। এবার ঘটনাস্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া (Purulia)। নীলাচল এক্সপ্রেস (Nilachal Express) রক্ষা পেল বড় দুর্ঘটনার হাত থেকে। চলন্ত অবস্থায় ছিঁড়ে যায় ট্রেনের ওভার হেড তার। এই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে সুইসা স্টেশনের কাছে। সূত্রের খবর, দিল্লি -পুরী নীলাচল এক্সপ্রেস এদিন রাঁচি থেকে টাটার দিকে যাচ্ছিল।
যখন ট্রেনটি সুইসা স্টেশন পাড় হচ্ছিল, তখন চলন্ত ট্রেনের ইঞ্জিনের পেন্টোটোগ্রাফ ভেঙে ছিঁড়ে যায় ওভার হেডের তার। সেই ছেঁড়া তার থেকে ট্রেনের দুই যাত্রী আহত হন। তার ছিঁড়ে পড়ায় রক্তাক্ত হন তারা। এই দুর্ঘটনার পর ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তারপর আহত যাত্রীদের জিআরপি, আরপিএফ, সুইসা ফাঁড়ির পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
আরোও পড়ুন : মাত্র ৯০ টাকা! হয়ে যাবে দিঘায় যাওয়া-আসা সবটাই, অবাক লাগছে? দেখে নিন, এই দুর্দান্ত প্ল্যানটি
পাশাপাশি ওভার হেডের তার ছিঁড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় এই লাইনের ট্রেন চলাচল। বিষয়টি নিয়ে স্থানীয়রা জানিয়েছেন, আচমকা বিকট শব্দ শুনে ছুটে আসেন তারা। এসে দেখেন সব কিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। রক্তাক্ত অবস্থায় দেখা যায় দুজন যাত্রীকে। তারপর তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
যাত্রী ও স্থানীয়রা এই ঘটনার জন্য দায়ী করেছেন ভারতীয় রেলের (Indian Railways) গাফিলতিকে। দুর্ঘটনার জন্য আপাতত বন্ধ রয়েছে এই লাইনের ট্রেন চলাচল। ট্রেনের অন্যান্য যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। আহত যাত্রীদের হাসপাতালে চিকিৎসা চলছে। যুদ্ধকালীন তৎপরতায় রেল ওভার হেডের তার মেরামত করার কাজ চালাচ্ছে।