দুর্দান্ত খবর! ফের NJP উদ্দেশ্যে ছুটবে স্পেশাল ট্রেন, টিকিট টাকার আগে অবশ্যই দেখে রাখুন টাইমটেবিল

বাংলাহান্ট ডেস্ক : এই সময়টাতে উত্তরবঙ্গে যাওয়ার জন্য বহু পর্যটক মুখিয়ে থাকেন। আমাদের দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের যোগাযোগ স্থাপনের অন্যতম সেরা মাধ্যম হল রেল (Indian Railways) ব্যবস্থা। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে যাওয়ার জন্য পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি। তবে NJP পর্যন্ত ট্রেনের টিকিট পাওয়া দুষ্কর হয়ে উঠেছে।

এই গরমে তাই অনেকেই পাহাড়ে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসার স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছেন। এই অবস্থায় রেলের পক্ষ থেকে বড় উদ্যোগ নেওয়া হল পর্যটকদের জন্য। উত্তরবঙ্গের জন্য স্পেশাল ট্রেন চালানো হবে জানাল রেল। জানা যাচ্ছে এই স্পেশাল ট্রেন ছাড়বে হাওড়া থেকে। গ্রীষ্মকালে দক্ষিণবঙ্গের বহু পর্যটক ঘুরতে যান উত্তরবঙ্গে।

আরোও পড়ুন : UPSC’র ইতিহাসে প্রথমবার! দৃষ্টিহীন প্রাঞ্জল হলেন IAS, অদম্য জেদের কাছে হার মানল প্রতিবন্ধকতা

তাই স্বাভাবিকভাবেই এই সময়টাতে ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। চলতি বছর অতীতের সব রেকর্ড ভেঙে গরম খেল দেখিয়ে যাচ্ছে। তাই বহু পর্যটক এই সময়টাতে উত্তরবঙ্গমুখী। তাপপ্রবাহের কারণে গরমের ছুটিও এগিয়ে আনা হয়েছে বেশ কিছুদিন। তাই অনেকেই এই সময়টা ঘুরতে যেতে চাইছেন উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে।

আরোও পড়ুন : এবার চাঁদে মিলল বিপুল জলের সন্ধান! ISRO নয়া তথ্য প্রকাশ্যে আনতেই তুমুল শোরগোল

তবে টিকিটের অভাবে অনেকেরই সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। এবার পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া রুটে দুটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই স্পেশাল ট্রেন ছাড়বে সপ্তাহে একদিন করে।

এই স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বাণিজ্যিকভাবে পরিষেবা প্রদান করবে ২৬ শে জুন পর্যন্ত এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত পরিষেবা প্রদান করবে ২৭ শে জুন পর্যন্ত। ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসই, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড- এই ৯টি স্টেশনে যাত্রাপথে স্পেশাল ট্রেনটি স্টপেজ দেবে।

train 6 16328366744x3

হাওড়া স্টেশন থেকে প্রতি বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে ছাড়বে ০৩০২৭ নম্বর ট্রেনটি এবং নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছাবে  সকাল ১০টা ৪৫ মিনিটে। অপরদিকে নিউ জলপাইগুড়ি থেকে ০৩০২৮ নম্বর ট্রেনটি ছাড়বে প্রতি বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এবং হাওড়া এসে পৌঁছাবে শুক্রবার ১২টা ১০ মিনিটে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর