এক ট্রেনেই দিল্লি! ভোটের আগে উত্তরবঙ্গকে নয়া উপহার রেলের, আরও কাছে হল রাজধানী

বাংলাহান্ট ডেস্ক : আজ ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনে দিনক্ষণের। তবে তার আগে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের জন্য ফের সুখবর নিয়ে আসল। রেলের পক্ষ থেকে রাধিকাপুর থেকে সরাসরি দিল্লীগামী পূর্ণাঙ্গ ট্রেন পরিষেবা শুরু করা হল। রায়গঞ্জ তথা জেলাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে রেল মন্ত্রকের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হল।

এই নির্দেশিকা শুক্রবার রাতে হাতে আসে। তারপর থেকে রায়গঞ্জের বিজেপি নেতৃত্ব রীতিমতো উচ্ছ্বসিত। বিজেপির দাবি আগামী রবিবার থেকে আনন্দবিহার থেকে ভায়া রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, রাধিকাপুর পর্যন্ত নতুন এই ট্রেন চলাচল শুরু করবে। ওয়াকিবহল মহলের ধারণা ইতিমধ্যেই রাজ্যের ৪২ টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল।

আরোও পড়ুন : দুর্দান্ত খবর! এবার কী কেন্দ্রের তরফে ফ্রি’তে মিলবে স্মার্টফোন,৩ বছরের ইন্টারনেট?

তবে এখনো রায়গঞ্জ আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। সেক্ষেত্রে এই নতুন ট্রেন পরিষেবা শুরুর ফলে ভোট যুদ্ধে কিছুটা হলেও এগিয়ে আসল বিজেপি। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার জানান, শুধু নতুন এই দিল্লিগামী ট্রেন নয়, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, রাধিকাপুরকে বারসোই পর্যন্ত সংযুক্ত করার জন্য নতুন জাতীয় সড়ক তৈরির নোটিফিকেশন জারি করা হতে পারে।

train new 1

এই জাতীয় সড়ক তৈরি হতে পারে রায়গঞ্জ থেকে বিহারের বারসোই পর্যন্ত। নতুন এই রাস্তা নির্মাণ হলে রায়গঞ্জবাসী বারসোই স্টেশন থেকে সহজেই ধরতে পারবেন দূরপাল্লার ট্রেন। যদিও বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল বলেছে, ভোটের আগে গ্যাসের দাম কমানো ও দিল্লির এই নতুন ট্রেন বিজেপির ভোট আদায়ের কারসাজি। ভোট মিটে গেলে গ্যাসের দামও বেড়ে যাবে আবার ট্রেনও বন্ধ হয়ে যাবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর