মাধ্যমিক পাশেই কেন্দ্রীয় সরকারের চাকরি! ৯ হাজার RPF নেবে রেল, মিলবে মোটা বেতন

বাংলাহান্ট ডেস্ক : ফের সুখবর চাকরি প্রার্থীদের জন্য। পুজোর আগে চাকরিপ্রার্থীদের জন্য মন ভালো করে দেওয়া খবর উঠে আসছে। নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হলেই আপনার জন্য অপেক্ষা করে রয়েছে চাকরি। Railway Protection Force এর বিজ্ঞপ্তি অনুযায়ী কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হবে রেলে। বিস্তারিত জানার জন্য অবশ্যই মন দিয়ে পড়ুন আজকের এই প্রতিবেদনটি।

আরোও পড়ুন : পুজোর মরসুমে বিরাট স্বস্তি! রাজ্যের একাধিক জেলায় কমল পেট্রোল-ডিজেলের দাম, রইল নতুন রেট

পদের নাম :- রেল পুলিশ RPF কনস্টেবল।

শূন্য পদ :- ৯০০০ এরও বেশি শূন্য পদ রয়েছে এই পদের জন্য

শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক উত্তীর্ণরা আবেদনের যোগ্য এই পদে

আরোও পড়ুন : আবহাওয়ার দুঃসংবাদ! মঙ্গলবারই তৈরী হচ্ছে শক্তিশালী নিম্নচাপ, কোথায় কোথায় চলবে ঝড়-বৃষ্টি?

বয়সসীমা:- ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে

কোন পদ্ধতিতে নির্বাচন:- আবেদনকারী প্রার্থীদের দিতে হবে লিখিত পরীক্ষা। প্রার্থীদের যে বিষয়ে পরীক্ষা দিতে হবে সেগুলি হল- Computer Best Test,Physical Efficiency Test,Physical Measurements Test। একদম শেষে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। সবকিছু ঠিকঠাক থাকলে তারপর নিয়োগ করা হবে চাকরিতে। 

railway jobs 2021 mega recruitment for 16000 posts in railways 10th 12th pass candidates apply now

আবেদন পদ্ধতি:- ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে জানাতে হবে আবেদন। যারা আবেদনে ইচ্ছুক তাদের প্রথমে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে প্রথমে করে নিতে হবে রেজিস্ট্রেশন। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে পূরণ করতে হবে আবেদন পত্র। স্ক্যান করে আপলোড করতে হবে সমস্ত নথি। এরপর আবেদন ফি মেটাতে হবে। নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু করা হয়নি বোর্ড এর পক্ষ থেকে। নিয়োগ প্রক্রিয়া শুরু হলে এই বিষয়ে আরো বিস্তারিত জানা যেতে পারে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর