রেকর্ড লেট রাজধানীর! রাস্তায় কাটল দু রাত, অবশেষে এত ঘণ্টা দেরিতে শিয়ালদা পৌঁছল ট্রেন

বাংলাহান্ট ডেস্ক : গতকাল সকাল দশটায় শিয়ালদা পৌঁছানোর কথা ছিল রাজধানী এক্সপ্রেসের। শেষ পর্যন্ত সেই রাজধানী এক্সপ্রেস শুক্রবার দুপুর দুটো নাগাদ স্পর্শ করল শিয়ালদার মাটি। রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা নির্ধারিত সময়ের ২৮ ঘন্টা দেরিতে পৌঁছালেন গন্তব্য। রাজধানী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনের যাত্রীরা সাক্ষী থাকলেন এক ‘অনন্য’ অভিজ্ঞতার!

রেল সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর ভারতে। রেল কর্তাদের দাবি, কুয়াশার কারণেই অস্বাভাবিক দেরিতে গন্তব্যে পৌঁছেছে রাজধানী এক্সপ্রেস। নয়া দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেস ঘন কুয়াশার কারণে ৮ ঘন্টা দেরিতে ছাড়ে। এই ট্রেনের যাত্রীরা বলছেন, ঘন কুয়াশার কারণে বিভিন্ন জায়গায় থেমে থেমে অগ্রসর হতে থাকে ট্রেন।

 আরোও পড়ুন : BJP-তে যোগদান করতে চলেছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু! শাহি-সভাতেই বড় চমক? চর্চা তুঙ্গে

অত্যন্ত কম গতি ছিল রাজধানী এক্সপ্রেসের।অস্বাভাবিক দেরি হওয়ার পরেও যাত্রীরা ট্রেন লেট হওয়ার কারণে দোষ দিতে পারছেন না রেল কর্তাদের। এছাড়াও রেলের পরিষেবা নিয়েও বিশেষ অভিযোগ নেই যাত্রীদের। যাত্রীরা বলছেন, রেলের পক্ষ থেকে সময় মতো খাবার, পানীয় জল সব কিছুরই ব্যবস্থা করা হয়েছিল।

seating

এমনকি ট্রেন লেট থাকার কারণে যাত্রীদের পরিবেশন করা হয়েছিল খিচুড়ি, উপমার মতো খাবারও। যদিও এতটা পরিমাণ ট্রেন লেট করায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। অনেকেরই পূর্বনির্ধারিত কাজ বাতিল করতে হয়েছে। সব মিলিয়ে, রেলের উপর ক্ষোভ প্রকাশ করেছেন অধিকাংশ মানুষ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর