এবার কী একট্রেনেই হবে কলকাতা-গ্যাংটক সফর? ট্রেন চলবে সিকিমের এই পর্যন্ত, বড় ঘোষণা রেলের

বাংলাহান্ট ডেস্ক : এবার ভারতের উত্তর পূর্বের রাজ্য সিকিমে ঢুকতে চলেছে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক। ট্রেনে চেপে এবার পর্যটকেরা খুব সহজেই পৌঁছে যাবেন সিকিম। সরকারের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি সবাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিকিমের প্রথম রেল স্টেশন রেংপোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গত ২৬ শে ফেব্রুয়ারি।

পাশাপাশি প্রধানমন্ত্রী ভিক্তিপ্রস্তর স্থাপন  করেন ৫৫০টি অমৃত রেল স্টেশনের। এখনো কোনও রেলস্টেশন গড়ে তোলা হয়নি সিকিমে। নিউ জলপাইগুড়ি (১৮৭ কিমি), শিলিগুড়ি (১৪৬ কিমি) হচ্ছে সিকিমের নিকটতম রেল স্টেশন। জানা যাচ্ছে তিন পর্যায়ে শেষ হবে রংপো রেলওয়ে স্টেশনের কাজ।

আরোও পড়ুন : সুখবর! এবার রাণাঘাট থেকে ট্রেনে চড়েই পৌঁছে যান মালদা, আমজনতার জন্য দুর্দান্ত উদ্যোগ রেলের

প্রথম পর্যায়ে স্টেশনের সিভক থেকে রংপো, দ্বিতীয় পর্যায়ে রংপো থেকে গ্যাংটক এবং তৃতীয় পর্যায়ে গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত স্টেশন তৈরি হবে। ২০২২ সালে অনুমোদন পায় সেবক-রংপো (৪৪ কিলোমিটার) রেললাইন। ৪৪.৯৬ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেলপথ ৩৮.৬৫ কিমি (৮৬%) টানেলে, ২.২৪ কিমি (৫%) সেতুতে এবং ৪.৭৯ কিমি (৯%) স্টেশন ইয়ার্ডের খোলা কাটা/ভরাটে আছে।

train new 1

প্রসঙ্গত, উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের মধ্যে সাতটি রাজ্যে চালু রয়েছে রেল নেটওয়ার্ক। সিকিমে সেবক-রংপো (৪৪ কিমি) রেলপ্রকল্প অনুমোদন পেয়েছিল। এই কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর যাত্রীরা ট্রেনে করে নিউ জলপাইগুড়ির বদলে একেবারে পৌঁছে যাবেন রংপো স্টেশন পর্যন্ত। ফলে, পাহাড়প্রেমীদের একেবারে সোনায় সোহাগা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর