বাংলাহান্ট ডেস্ক : পুজোর সময় পুরী যেতে চাইছেন? অথচ ট্রেনের টিকিটে লম্বা ওয়েটিং লিস্ট? ভ্রমণার্থীদের জন্য পূজা স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। আসলে, বাংলা জুড়ে শুরু হয়েছে উৎসবের মরশুম। সাধারণ মানুষের সঙ্গে এই উৎসবে সামিল হয়েছে পূর্ব রেলও। আর তাছাড়া সব সময়ই কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য ব্যাপক ভিড় হয়।
ফলে, পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা এবং পুরীর মধ্যে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে একটি পুজো স্পেশাল ট্রেন চলবে। সূত্রের খবর, সপ্তমীর দিন থেকে চালু হয়েছে এই ট্রেনটি। আগামী ২৫ শে নভেম্বর পর্যন্ত যাত্রীদের জন্য এই সুবিধা চালু থাকবে। 03101 শিয়ালদহ-পুরী ট্রেনটি প্রতি শনিবার করেই শিয়ালদা থেকে ছুটবে।
আরোও পড়ুন : অবসর ভেঙে ফিরেও দলকে বাঁচাতে ব্যর্থ! স্টোকসের লড়াই সত্ত্বেও ইংল্যান্ডকে ধসিয়ে দিলো শ্রীলঙ্কা
এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, শিয়ালদা থেকে ছাড়বে সন্ধে ৭টা ২০ মিনিটে, পুরী পৌঁছবে ভোর ৪টে ১৫ মিনিটে। পরের দিন ফিরতি পথে পুরী থেকে ট্রেনটি রওনা দেবে দুপুর ৩টে ১৫ মিনিটে। এরপর রাত ২টোয় শিয়ালদা এসে ঢুকবে। PRS এবং ইন্টারনেটের মাধ্যমেই এই ট্রেনের টিকিটের বুকিং করা যাবে।
আরোও পড়ুন : LPG থেকে GST! নভেম্বরেই বদল একাধিক নিয়মে, এখনই না জানলে পড়বেন দুর্ভোগে
তবে এই ট্রেনের জন্য যাত্রীদের থেকে বিশেষ চার্জ আদায় করা হবে। এছাড়াও এই ট্রেনের ভাড়ায় কোনও ছাড় মিলবে না। পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পূর্বরেল দুর্গা পূজা ও দিওয়ালি উপলক্ষে এই বিশেষ ট্রেনটি বাংলার ভ্রমণইচ্ছুক যাত্রীদের জন্য বিশেষ ভাবে ঘোষণা করেছে।”
তিনি জানিয়েছে, “আমরা আশাবাদী যে পূর্ব রেলের এই উদ্যোগটি যাত্রীদের আরও সুখকর ভ্রমণ অভিজ্ঞতা দেবে। পাশাপাশি তীর্থযাত্রীদের জন্যও বিশেষ উপহার হিসেবে কার্যকরী হবে এই ট্রেনটি।” সব মিলিয়ে বলা যায়, পুজোর মরশুমে পুরী যাওয়া আরোও সহজ হবে। যদিও তৎকাল বুকিংয়ের সুযোগ থাকছে না এই ট্রেনে।