এবার ভুলে যান ৯ বগির লোকাল! শিয়ালদায় এবার শুধুই ১২ কামরার ট্রেন, এই দিন থেকে শুরু পরিষেবা

বাংলাহান্ট ডেস্ক : আগামী ১ জুলাই থেকেই শিয়ালদহ (Sealdah) স্টেশন থেকে পাকাপাকিভাবে শুরু হবে ১২ কামরার ট্রেন চলাচল। ভারতীয় রেলের (Indian Railways) শিয়ালদহ ডিভিশনের চারটি শেডে অর্থাৎ নারকেলডাঙা, রানাঘাট, বারাসত এবং সোনারপুরে জোর কদমে চলছে কোচ কনভার্সনের কাজ। ইতিমধ্যে চেন্নাই থেকে কলকাতায় দশটি ট্রেন নিয়ে আসা হয়েছে।

সেই ট্রেনগুলি থেকে কামরা খুলে অন্য কামরা সঙ্গে যুক্ত করা হচ্ছে। এরই মধ্যে আগামী ১ জুলাই থেকেই শিয়ালদহ স্টেশন থেকে ১২ কামরা ট্রেন চলাচল করবে বলে, বৃহস্পতিবার জানিয়ে দিল শিয়ালদহ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের দপ্তর। ডেডলাইন মেনে পুরনো ঘোষিত তারিখ অর্থাৎ পহেলা জুলাই থেকেই ১২ কামরার ট্রেন চালানো হবে শিয়ালদহ থেকে।

আরোও পড়ুন : ১০০০ অতীত, এবার মিলবে ৮০,০০০ টাকা! কারা পাবেন এই সুবিধা? দুর্দান্ত স্কিম সরকারের

নয় কামরার ট্রেন আর চলাচল করবে না বলে জানিয়েছে শিয়ালদহ স্টেশন কর্তৃপক্ষ। শিয়ালদা ডিভিশনে মেন, নর্থ এবং সাউথ এই তিনটি সেকশন মিলিয়ে রোজ ৮৯২টি লোকাল ট্রেন চলাচল করে। বর্তমানে ১১০টি রেক রয়েছে এই ডিভিশনে। এগুলির মধ্যে ৩৮টি রেক ৯ কামরার। শিয়ালদহের এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্মের দৈর্ঘ্য কম থাকার জন্য প্রতিটি রেককে এতদিন ১২ কামরার করা যায়নি।

আরোও পড়ুন : আদালতে জোর ধাক্কা কুণালের! এবার বিরাট সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট

হিসেব অনুযায়ী, বিশেষ করে অফিস টাইমে, একটি ট্রেনের কামরায় ৩৫০ জনের কাছাকাছি যাত্রী উঠতে পারেন। সে হিসেবে নয়টি কাকড়ায় যতজন যাত্রীর জায়গা হয়, তার চেয়ে ১২ টি কামরায় আরো এক হাজার জন যাত্রী বেশি উঠতে পারেন। ট্রেন গুলিতে ভিড় কমানোর জন্যই শিয়ালদহ থেকে ১২ কামরা ট্রেন ছাড়ার পরিকল্পনা করা হয়।

Sealdah Division

অবশেষে প্ল্যাটফর্ম সম্প্রসারনের কাজ সহ, সিগন্যাল এবং ওভারহেড তারের লে-আউট পরিবর্তনের কাজ এখন শেষ পর্যায়ে। তাই এবার প্লাটফর্ম গুলিতে ১২ কামরার ট্রেন প্রবেশ করতে কোন সমস্যা হবে না। তবে এতদিন ধরে যাত্রীদের কষ্ট সহ্য করে মানিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর