বাংলাহান্ট ডেস্ক : শুধু রাজ্য নয়, গোটা দেশবাসীর কাছে রেল পরিষেবা হলো অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনি কি ট্রেনে উঠতে ভালোবাসেন? অথবা প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন ? তাহলে আপনার জন্য রইল একটি দারুণ খবর। বিশেষ করে যারা শিয়ালদা ডিভিশনের ট্রেনগুলিতে রোজকার যাতায়াত করেন তাদের কষ্টের দিন এবার শেষ হতে চলেছে।
কারণ পূর্ব রেলের তরফে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তের কারণে আমূল জীবন বদলে যেতে চলেছে যাত্রীদের। সবকিছু ঠিকঠাক থাকলে এই শিয়ালদা ডিভিশনেই ১২ কোচের লোকাল ট্রেন চলতে দেখা যাবে। শুনে নিশ্চয়ই খুশি হলেন। মূলত সব লোকাল ট্রেনেই এই ১২ কোচের ট্রেন আনার পরিকল্পনা করছে রেল। ইতিমধ্যে জোরকদমে কাজও শুরু করে দিয়েছে রেল।
আরোও পড়ুন : পাবেন আবহাওয়া সঠিক খবর, ফের বড় কীর্তি গড়তে চলেছে ISRO! মহাকাশে পাড়ি জমাবে দুষ্টু ছেলে
মূলত যাত্রীদের ভিড় সামাল দিতে রেলের তরফে এবার পরিকল্পনা করা হয়েছে যে শিয়ালদহ মেন এবং বনগাঁ শাখায় সমস্ত লোকাল ট্রেনকে ১২ কামরাবিশিষ্ট করা হবে। তবে বহুক্ষেত্রেই ছোট প্ল্যাটফর্মের কথাও উঠে আসছে। শহরতলীর বেশ কিছু রেল স্টেশনের রাস্তা অনেকটাই কম। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো প্রয়োজন বলে মত অনেকের। জানা যাচ্ছে, শিয়ালদহের ১, ২, ৩ এবং ৪ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর কাজ শুরু করছে রেল।
আরোও পড়ুন : পার্থর মতই দশা! মন্ত্রিত্ব গেল রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্ৰিয় মল্লিকের, তবে সময় লাগল সাড়ে তিন মাস
পূর্ব রেল মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কৌশিক মিত্রের তরফে জানা গিয়েছে যে, “রেল হাওড়া ডিভিশন এবং শিয়ালদহ দক্ষিণ শাখার মতো শিয়ালদহ মেন শাখার সমস্ত ট্রেনকেই ১২ কোচ করার পরিকল্পনা করা হয়েছে। এই ব্যাপারে বিভিন্ন জায়গা থেকে যাত্রীদের কাছ থেকে দাবি আসছিল। যাত্রীদের এই আকাঙ্ক্ষা পূর্ণ করতে পূর্ব রেল শিয়ালদহ উত্তর শাখায় চারটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শুরু করছে। আশা করা যায়, এতে আরও বেশি সংখ্যায় ১২ কোচের লোকাল ট্রেন যাত্রীদের পরিষেবা দিতে পারবে।”
আর এই পরিষেবা চালু হলে বিশেষ করে অফিস টাইমে ভিড়ের ঠেলাঠেলি আর সহ্য করতে হবে না যাত্রীদের। কারণ প্রতিদিন মানুষ কর্মস্থলে যেতে অধিকাংশ মানুষ ট্রেনের উপর ভরসা করে থাকেন। তাই নিত্যদিনের যাত্রীদের ভীত লেগেই থাকে। জীবনের ঝুঁকি নিয়ে ঝুলতেও দেখা যায় অনেককেই। আশা করা যাচ্ছে শীঘ্রই সেই ঝুঁকির দিন এবার শেষ হতে চলেছে।