সিকিম যাওয়া এবার আরোও সহজ! বড়সড় সাফল্য হাসিল করল রেল, শুনে লাফাবেন আপনিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নয়া সাফল্য সেবক-রংপো রেল (Sevoke-Rangpo rail) প্রকল্পে। ১৫ ই মে সম্পূর্ণ হল সেবক-রংপো রেল প্রকল্প (এসআরআরপি)-এর টানেল নং. টি-১৪-তে ফাইনাল কংক্রিট লাইনিং এর কাজ। এই টানেলটি বড় কৃতিত্ব অর্জন করে গত বছর। এরপর ইঞ্জিনিয়ারদের পরিশ্রমে অবশেষে ফাইনাল কংক্রিট লাইনিং এর কাজও সম্পন্ন হল। সেই সময় রেলমন্ত্রীর মুখে প্রশংসাও শোনা যায়।

গত মার্চ মাসে এই টানেল পরিদর্শন করেন মাননীয় রেলওয়ে, যোগাযোগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। সিকিম রেলওয়ের প্রবেশদ্বার হবে এই টানেল। ১৯৭৭ মিটার লম্বা এই টানেল সিকিমের পাকইয়ং জেলার সাব-ডিভিশন রংপোতে অবস্থিত। পূর্ব সিকিম অঞ্চলের কুমরেক ও খানিখলার মধ্যে অবস্থিত এবং নিম্ন হিমালয়ের প্রত্যাহ্বানমূলক ভূ-তাত্ত্বিক অবস্থার মধ্যে দিয়ে এই টানেলটি অতিবাহিত হয়েছে।

দক্ষ বিদেশি ইঞ্জিনিয়ারদের পাশাপাশি দেশীয় ইঞ্জিনিয়াররা নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথড (এনএটিএম) গ্রহণ করে দুর্বল গ্রাউন্ডমাসের মাধ্যমে টানেল সম্পূর্ণ করেছেন। খুব শীঘ্রই ট্র্যাক লিংকিং এর কাজ শুরু হবে। টানেল নং. টি-১৪-এর পরে অবস্থিত রংপো স্টেশন এর নির্মাণ কাজ চলছে। ৩৮ কিমি বিন্যাস টানেলের মাধ্যমে এই প্রকল্পের প্রায় ৭৬ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে।

sevoke rangpo rail

সেবক থেকে রংপো পর্যন্ত পর্যন্ত নতুন এই রেল প্রকল্প ৪৫ কিমি লম্বা এবং ১৪টি টানেল, ২২টি ব্রিজ ও পশ্চিমবঙ্গের তিস্তা বাজারে একটি আন্ডারগ্রাউন্ড স্টেশন-সহ ৫টি স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে। আগামী বছর ডিসেম্বরের মাসে এই প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হলে সিকিম যুক্ত হয়ে যাবে রেলপথের সাথে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X