আর মাত্র কয়েক দিন! প্রকাশ্যে এল স্লিপার বন্দে ভারত লঞ্চিং টাইম; স্পিড,ভাড়া দেখলে অবাক হবেন

   

বাংলাহান্ট ডেস্ক : তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী পাঁচ বছরে ভারতীয় রেলকে (Indian Railways) নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার শপথ নিয়েছেন। এই আবহে জানা যাচ্ছে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) থেকে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস (Sleeper Vande Bharat Express) বার করা হবে আগামী আগস্ট মাসে।

এরপর ওই ট্রেনটি পাঁচ-ছয় মাসের ট্রায়াল রান দেবে। তারপরই দেশের সাধারণ মানুষের জন্য ট্র্যাকে নামানো হবে বন্দে ভারত স্লিপার। সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে ২০২৯ সালের মধ্যে গোটা দেশে ৩০০ টিরও বেশি বন্দে ভারত স্লিপার ও সিটিং ট্রেন নামানোর। পাশাপাশি এই সময়কালের মধ্যে তৈরি করা হবে ৪০০টিরও বেশি অমৃত ভারত এক্সপ্রেস। ভারতীয় রেলের এক উচ্চপদস্থ কর্তা জানাচ্ছেন, প্রাথমিকভাবে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ঘন্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে চালানো হবে।

আরোও পড়ুন : অসুস্থ অভিষেক, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে, আজই হবে অপারেশন

তারপর সেই ট্রেন চালানো হবে ঘন্টায় ১৬০-২২০ কিলোমিটার গতিবেগে। ভারতের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাস থেকে চলতে পারে দিল্লি-কলকাতা বা দিল্লি-মুম্বই রেলপথে। জানা যাচ্ছে, 16 টি কামরা থাকবে স্লিপার বন্দে ভারতে। তারমধ্যে ১০টি কোচ এসি-৩, ৪টি কোচ এসি-২ এবং ১টি কোচ  এসি-১ হবে। অনেকেই জানতে ইচ্ছুক কত টাকা ভাড়া হবে স্লিপার বন্দে ভারত ট্রেনের?

আরোও পড়ুন : ভুলে যান আগরতলার কথা! এবার আরও দূর অবধি ছুটবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, নতুন রুট জানেন ?

রেলের পক্ষ থেকে এই ট্রেনের ভাড়া এখনও নির্ধারণ করা হয়নি। তবে মনে করা হচ্ছে স্লিপার বন্দে ভারতের ভাড়া শতাব্দী-রাজধানী এক্সপ্রেসের থেকে ১০ থেকে ১৫ শতাংশ বেশি হবে। সরকার পরিকল্পনা গ্রহণ করেছে রাজধানী এক্সপ্রেসের জায়গায় স্লিপার বন্দে ভারত চালানোর ও শতাব্দী এক্সপ্রেসের জায়গায় বন্দে ভারত সিটিং চালানোর। এই নতুন বন্দে ভারতে ব্যবহার করা হয়েছে SPE প্রযুক্তি। মনে করা হচ্ছে এই প্রযুক্তির জন্য অত্যন্ত দ্রুতগতির হবে এই ট্রেন।

The first Vande Bharat Sleeper train will run on this route

 

জানা যাচ্ছে, স্লিপার বন্দে ভারতে একসাথে যাত্রা করতে পারবেন ৮২৩ জন যাত্রী। ৬১১ জন যাত্রী এসি ৩-টায়ারে, ১৮৮ জন যাত্রী এসি ২-টায়ারে এবং ২৪ জন যাত্রী এসি ১-এ ভ্রমণের অভিজ্ঞতা পাবেন। এই ট্রেনে ব্যবহার করা হয়েছে লাইট সেন্সর। ফ্লোরের স্ট্রিপের কাছে যাত্রীরা এলেই স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে লাইট। যাত্রীরা সেই জায়গা থেকে চলে গেলে আলো আবার বন্ধ হয়ে যাবে নিজে থেকেই। ergonomically ডিজাইনের গন্ধহীন টয়লেট থাকতে চলেছে এই ট্রেনে। এছাড়াও এই ট্রেনে থাকবে আরামদায়ক বসার জায়গা, কুশন ইত্যাদি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর