দুর্দান্ত খবর! এবার ‘এই’ রুটেই মিলবে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত, স্পিড শুনলে ‘থ’ হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : বন্দে ভারত এক্সপ্রেস বদলে দিয়েছে ভারতের রেল (Indian Railways) মানচিত্র। অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস আজ সবার প্রথম পছন্দ। গত পাঁচ বছরে দেশের প্রায় প্রতিটি রাজ্যেই শুরু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের পথ চলা। বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে একদিকে যেমন সহজ হয়েছে যাত্রা, অন্যদিকে এসেছে আরাম।

ভারতীয় রেলের (Indian Railways) প্রথম স্লিপার বন্দে ভারতের সফর

এই পরিস্থিতিতে ভারতীয় রেল (Indian Railways) জানাচ্ছে আগামী মাসেই শুরু হতে চলেছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস (Sleeper Vande Bharat Express)। স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করবে দীর্ঘ রুটে। স্লিপার বন্দে ভারতে যাত্রীরা শুয়ে আরো আরামে যাত্রা করতে পারবেন। সূত্রের খবর, দেশের প্রথম স্লিপার বন্দে ভারত চলতে পারে সেকেন্দ্রাবাদ থেকে মুম্বাই রুটে।

   

আরোও পড়ুন : TRP কমতেই লালবাতি! শেষ হয়ে যাচ্ছে জলসার এই ধারাবাহিক, মাথায় হাত দর্শকদের!

কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি দক্ষিণ মধ্য রেলওয়ের জিএমকে একটি প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালনো হোক সেকেন্দ্রাবাদ-মুম্বাই রুটে , কারণ হিসাবে তিনি বলেছেন এই রুটে এখনো বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে না। এছাড়াও জানা যাচ্ছে, চেয়ার কার বন্দে ভারত ট্রেন চালু হতে পারে সেকেন্দ্রাবাদ-পুনে রুটে।

আরোও পড়ুন : লোক কমান! সরকারি দপ্তরে নতুন নিয়োগ নিয়ে কড়াকড়ি! বিপদে পুরোনো চাকরিজীবিরাও?

এছাড়াও সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় রেলের (Indian Railways) স্লিপার বন্দে ভারতের সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টা ১৬০ কিলোমিটার। তাই স্লিপার বন্দে ভারত হতে চলেছে সবথেকে দ্রুতগামী ট্রেন। এই ট্রেনের বসার ও শোয়ার জায়গাগুলি অত্যন্ত আধুনিক। তাই যাত্রীরা আরও আরামে এই ট্রেনে সফর করতে পারবেন। ট্রেনে দীর্ঘ যাত্রাপথে অসুবিধা হবে না যাত্রীদের।

This company manufactures sleeper rakes of Vande Bharat

জানা যাচ্ছে, ভারতীয় রেল (Indian Railways) আরো একটি বন্দে ভারত চালানোর প্রস্তুতি নিচ্ছে পাটনা এবং টাটানগরের মধ্যে। এই সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে রেলওয়ে বোর্ডের কাছে। এটি একটি চেয়ার কার ট্রেন হতে পারে যেটি সাত ঘন্টায় যাত্রা শেষ করবে। রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব পাস হলেই শুরু হবে ট্রায়াল রান।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর