বাংলাহান্ট ডেস্ক : আকাশে বাতাসে এখন পুজোর গন্ধ। শরতের মেঘ জানান দিচ্ছে দুয়ারে এসে গেছে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব। বাংলার সর্বত্র দুর্গা পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। অনেকেই ব্যস্ত শেষ মুহূর্তের শপিং সেরে নিতে, আবার অনেকেই ব্যস্ত পুজোয় ঘুরতে যাওয়ার প্ল্যানিং নিয়ে। এমন বহু মানুষ রয়েছেন যারা পুজোয় কয়েকটা দিন বাইরে থেকে ঘুরে আসতে চান।
পুজোয় ঘুরতে যাওয়ার জন্য ভ্রমণ পিপাসুরা বেছে নেন পাহাড়-জঙ্গল নয়তো সমুদ্র। কিন্তু অনেকে আছেন যারা পুজোর কটা দিন ঘুরে আসেন এমন জায়গা থেকে যেখানে পাওয়া যায় গ্রাম বাংলার খাঁটি স্বাদ। বিগত কয়েক বছরে পুরুলিয়া-বাঁকুড়া অঞ্চলে পর্যটকদের ভিড় বেশ চোখে পড়ার মতো।
আরোও পড়ুন : নর্থ ইস্ট এক্সপ্রেসে দুর্ঘটনা কেন হল? নেপথ্যের আসল কারণ জানিয়ে দিল রেল
জঙ্গলমহলের পরিস্থিতি শান্ত হওয়ার পর বহু মানুষ বাংলার সংস্কৃতি চেখে দেখার জন্য যাচ্ছেন লাল মাটির দেশগুলোতে। অনেকেই মনে করছেন এবারও পুজোর সময় পুরুলিয়ার মতো জায়গাগুলিতে বেশ পর্যটকদের ভিড় হতে পারে। পুজোয় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিল দক্ষিণ-পূর্ব রেলওয়ে।
আরোও পড়ুন : ধেয়ে আসছে পৃথিবী দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়! তান্ডব চালাবে ঘণ্টায় ৩০০ কিমি বেগে, জারি সতর্কতা
সাঁতরাগাছি-পুরুলিয়া-সাঁতরাগাছি রুটে এই বিশেষ ট্রেন চলাচল করবে। নতুন এই ট্রেন চালু হবে আগামী ২০ অক্টোবর অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে। ট্রেনটি চলবে ২৩ অক্টোবর অর্থাৎ নবমীর দিন পর্যন্ত। সাঁতরাগাছি স্টেশন থেকে বেলা ১টায় ছাড়বে ০৮০২৭ সাঁতরাগাছি-পুরুলিয়া স্পেশাল। সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ট্রেনটি গিয়ে পৌঁছাবে পুরুলিয়া।
অপরদিকে,বেলা ১০.৪০ মিনিটে পুরুলিয়া স্টেশন থেকে ছাড়বে ০৮০২৮ পুরুলিয়া সাঁতরাগাছি স্পেশাল। বিকাল সাড়ে চারটে নাগাদ সাঁতরাগাছি পৌঁছাবে এই ট্রেনটি। একটি এসি থ্রি টায়ার, দশটি স্লিপার ক্লাস, একটি এসি চেয়ার কার, দুটি জেনারেল চেয়ার কার ও দুটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ রয়েছে এই ট্রেনটিতে। খড়্গপুড়, মেদিনীপুর, বিষ্ণুপর, বাঁকুড়া, আঁদরা ও আনারা স্টেশনে স্টপেজ দেবে এই ট্রেন।