ট্রেনের এসি কোচ থেকে উধাও সাড়ে ৩ লাখ টাওয়েল! নেপথ্যের আসল কাহিনী চমকে দেবে

বাংলাহান্ট ডেস্ক : দূরপাল্লার ট্রেনে সফর করার সময় ব্যবহার করার জন্য ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে দেওয়া হয় তোয়ালে। কিন্তু রেলের পক্ষ থেকে দেওয়া সেই তোয়ালে চুরি যাচ্ছে প্রতিদিন। রেলের দাবি গত এক বছরে প্রায় সাড়ে তিন লক্ষ তোয়ালে খোয়া গেছে।ট্রেন সফরের পর যাত্রীর তোয়ালে রেল কর্তৃপক্ষকে ফিরিয়ে দেওয়া নিয়ম।

তবে সফর শেষে বহু যাত্রী সেই তোয়ালে ফিরিয়ে দিচ্ছেন না। অনেকেই সেই তোয়ালে ব্যাগে ভরে নিয়ে চলে যাচ্ছেন। এই ধরনের চুরি রোখার কোনও ব্যবস্থা না থাকায় বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে রেলের। অন্যদিকে ক্রমাগত তোয়ালে চুরি যাওয়ায় কমে যাচ্ছে তোয়ালের সংখ্যা। তাই পরবর্তী সময়ে অন্য যাত্রীদের তোয়ালে জোগান দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যা।

আরোও পড়ুন : ভোটার কার্ড থাকলেও দিতে পারবেন না ভোট! বিপদে পড়ার আগে হন সতর্ক

ট্রেন যাত্রার সময় অনেক যাত্রী তোয়ালে পাচ্ছেন না। তোয়ালে চুরি রুখতে রেল কর্তাদের এখন রীতিমতো নাভিশ্বাস ওঠার অবস্থা। সূত্রের খবর, প্রতিদিন প্রায় এক হাজার করে তোয়ালে চুরি যাচ্ছে পূর্ব রেলের হাওড়া, শিয়ালদা, মালদা, আসানসোল ডিভিশনে। প্রসঙ্গত, শুধুমাত্র দূরপাল্লার ট্রেনের এসি কোচের যাত্রীদের রেলের তরফ থেকে দেওয়া হয় বেড রোল। 

1713798385 cartoonjpg

একটি ব্ল্যাঙ্কেট ও বালিশ, একটি তোয়ালে, দুটো বেডশিট থাকে প্রতিটি বেড রোলে। পূর্ব রেলের পক্ষ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষে যাত্রীদের সরবরাহ করা হয়েছিল ২ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার দুটি বেড রোল। তার মধ্যে চুরি গিয়েছে প্রায় সাড়ে তিন লাখ। রেল বলছে এই ধরনের এসি কোচে সাধারণত উচ্চ শ্রেণীর যাত্রীরাই যাতায়াত করেন। এই ধরনের যাত্রীদের এহেন আচরণে বিস্মিত রেলকর্তারাও।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর