ফের শনিবার হাওড়া লাইনে বাতিল একগুচ্ছ এক্সপ্রেস, নিয়ন্ত্রিত হবে কিছু ট্রেন; তালিকা দিল রেল

বাংলাহান্ট ডেস্ক : ভারতের পরিবহণ ব্যবস্থার লাইফ লাইন বলা হয় রেলকে। আজ দেশের প্রায় প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে ভারতীয় রেলের (Indian Railways) নেটওয়ার্ক। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ গন্তব্যে পৌঁছানোর জন্য বেছে নেন রেলকে। স্থানীয়ভাবে যাতায়াত হোক কিংবা দূরে, অধিকাংশ ভারতবাসীর প্রথম পছন্দ ভারতীয় রেল (Indian Railways)।

ভারতীয় রেলের (Indian Railways) বড় ঘোষণা

তবে মাঝেমধ্যেই ভারতীয় রেলের (Indian Railways) বিরুদ্ধে ওঠে অভিযোগ। তার মধ্যে অন্যতম একটি অভিযোগ হল মাঝেমধ্যেই ট্রেন বাতিল। তবে ট্রেন বাতিল কিন্তু ভারতীয় রেল (Indian Railways) ইচ্ছাকৃতভাবে করে না। রক্ষণাবেক্ষণের কাজের জন্য মাঝেমধ্যে বন্ধ থাকে ট্রেন পরিষেবা। সাম্প্রতিক অতীতে শিয়ালদা (Sealdah) ও হাওড়া (Howrah) শাখায় বারংবার বাতিল হয়েছে একাধিক ট্রেন।

   

আরোও পড়ুন : এই একটি কারণের জন্যই ছেলেরা দ্রুত হারিয়ে ফেলে পুরুষত্ব! জানেন কী বলছেন আচার্য চাণক্য?

নিয়ন্ত্রিত হয়েছে কিছু ট্রেনের যাত্রা পথ। ফের একবার ৩ (শনিবার) ও ৪(রবিবার) আগস্ট হাওড়া শাখায় ট্রেন বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল। বর্ধমান-হাওড়া কর্ড (Burdwan Howrah Cord Line) সেকশনে চেরাগ্রামে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। সেই কারণে শনি ও রবিবার বাতিল হয়েছে একাধিক ট্রেন (Trains)।

আরোও পড়ুন : আবার শুরু লাইট-ক্যামেরা-অ্যাকশন! বুধবার কোথায় হল কোন সিরিয়ালের শুটিং?

রেলের (Indian Railways) তরফ থেকে জানানো হয়েছে, মূলত ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজের জন্যই ব্যাহত হবে ট্রেন পরিষেবা। বর্ধমান থেকে EMU লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৩ তারিখ। এছাড়াও জানানো হয়েছে, কর্ড লাইনের বদলে বর্ধমান-বান্ডেল লাইন দিয়ে চলবে ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস ও ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদাহ পদাতিক এক্সপ্রেস।

Howrah division made this bad record

এদিন হল্ট দিয়ে নিয়ন্ত্রণ করা হবে কিছু দূরপাল্লার ট্রেনকে। যে ট্রেনগুলি লেটে চলবে সেগুলি হল- ১৩১৪৮ বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (৫০মিনিট), ১২৩০৮ যোধপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (১৫ মিনিট), ১২৩৪৪ হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল (১০ মিনিট)। ব্লক উঠে যাওয়ার পর ডাউন লাইনে ছেড়ে দেওয়া হবে ১৩১৪৮ বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেসকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর