সিগন্যালিংয়ে গোলযোগ! হঠাৎই শিয়ালদা বনগাঁ লাইনে আটকে গেল বহু ট্রেন, চালককে মারধরের চেষ্টা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহ শেষে বড়সড় সমস্যার মুখে ট্রেনযাত্রীরা। হঠাৎই সকালবেলায় সিগন্যাল খারাপের জন্য বারাসাত পয়েন্টে বনগাঁ (Bongaon) শিয়ালদা (Sealdah) লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও, সকালে বনগাঁ থেকে ছাড়া দ্বিতীয় ট্রেনও বামনগাছি স্টেশনে এসে থেমে যায়।

ফলে, শিয়ালদা বনগাঁ ও শিয়ালদা হাসনাবাদ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হতেই নাজেহাল হয়ে পড়েন যাত্রীরা। এদিকে, আপ ও ডাউন রুটে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটতেই পরপর স্টেশনে দাঁড়িয়ে যেতে থাকে একাধিক ট্রেন। তৎক্ষণাৎ বাতিল করে দেওয়া হয় আরও বেশ কয়েকটি লোকাল।

অন্যদিকে, বহুক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার জন্য বামনগাছি স্টেশনে এক লোকো পাইলটের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক যুবক। অভিযোগ, ওই যুবক লোকো পাইলটকে গালিগালাজ করেন, এছাড়া মারধর করারও চেষ্টা করেন। যদিও পাল্টা ওই যুবককেই মারধর করেন স্টেশনে উপস্থিত অন্য যাত্রীরা।

চালকের অভিযোগ, ওই যুবক তাঁর উপর চড়াও হলে তিনি বারবার রেল পুলিশের সহায়তা চেয়েও পাননি। কারণ, ওই স্টেশনে সেসময় কোনও রেল পুলিশ ছিল না। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেল পুলিশ। কর্তব্যরত ট্রেনের গার্ড জানান, এদিন সকালে লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়া থেকেই ট্রেনের গণ্ডগোল চলছে।

local train news 102189156

 

জানা গিয়েছে, সকাল ৭:১৭ নাগাদ হাবড়া লোকাল ট্রেন, নিউ বারাকপুর স্টেশন আসে ৯:২৪ মিনিটে। নিউ বারাকপুর, হাবড়া, অশোকনগর সহ বনগাঁ শাখার সমস্ত স্টেশনের এক ছবি। সব ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে। এমনিতেই সাত সকালে বৃষ্টি, তার মধ্যে ট্রেনের সমস্যা। সব মিলিয়ে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন নিত্যযাত্রীরা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X