একটানা ১৫ দিন! হাওড়া রুটে শনিবার থেকেই বাতিল বহু ট্রেন, দুর্ভোগ এড়াতে আগেভাগেই দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : পূর্ব রেলের পক্ষ থেকে রেল পরিষেবার উন্নয়নের জন্য একাধিক কর্মযজ্ঞ চালানো হচ্ছে। এবার হাওড়া ডিভিশনে (Howrah) ১৫ দিন ট্রাফিক ব্লক থাকতে চলেছে ভারতীয় রেলের (Indian Railways) কাজের জন্য। পূর্ব রেল আজিমগঞ্জ-কাটোয়া সেকশনের খাগড়াঘাট এবং কর্ণসুবর্ণ স্টেশনের মধ্যে ডাউন লাইনে স্লিপার রিনিউ এবং ব্যালাস্ট প্যাকিং সহ ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চালাবে।

সেই কারণেই হাওড়া ডিভিশনে ট্রাফিক ব্লক করা হবে। রেল জানাচ্ছে, ট্রেনের গতি বৃদ্ধি থেকে শুরু করে যাত্রী পরিষেবার মানোন্নয়ন, এসব কিছুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রক্ষণাবেক্ষণের কাজ। পূর্ব রেল (Eastern Railway) জানিয়েছে, এই কাজের জন্য ২৫.০৫.২০২৪ থেকে ২৬.০৬.২০২৪ তারিখের মধ্যে ১৫ দিন ২৪০ মিনিট ট্রাফিক ব্লক থাকবে উল্লেখিত সেকশনে।

আরোও পড়ুন : ভোল বদল হচ্ছে পুরুলিয়া ট্যুরিজমের! নয়া উদ্যোগ ভারতীয় রেলের, জানুন বিস্তারিত

এই সময়টাতে আরো মসৃণভাবে আপগ্রেডেশনের কাজ করার জন্য বাতিল থাকবে একাধিক ট্রেন। মে মাসের  ২৫, ২৭ ও ২৯ তারিখ এবং জুন মাসের ১, ৩, ৫, ৮, ১০, ১২, ১৫, ১৭, ১৯, ২২, ২৪ ও ২৬ তারিখে বাতিল থাকবে ট্রেন। রেল বলছে, এই ট্রাফিক ব্লকের ফলে সাময়িকভাবে রেল যাত্রীদের অসুবিধা হবে। তবে দীর্ঘমেয়াদি ক্ষেত্রে এটি অত্যন্ত সুদূরপ্রসারী ফল দেবে। রেল এই সময়টাতে যাত্রীদের সহযোগিতার আহ্বান জানিয়েছে। 

howrah amta local

সম্প্রতি শিয়ালদা ডিভিশনেও এই ধরনের ট্রাফিক ব্লক করা হয়েছিল কাজের জন্য। কিছুদিন আগেই শিয়ালদা ডিভিশনে একটানা ২০ দিন ট্রাফিক ব্লক ছিল। পূর্ব রেল ৪৮০ ঘন্টা ট্রাফিক ব্লক করেছিল দমদম জংশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজের জন্য। ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত চলেছিল এই ট্রাফিক ব্লক। এই ট্রাফিক ব্লকের ফলে বেশ কিছু ট্রেন যেমন বাতিল করা হয়েছিল, তেমনই সংক্ষিপ্ত করা হয়েছিল বেশ কিছু ট্রেনের যাত্রা পথ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর